thereport24.com
ঢাকা, শুক্রবার, ৭ ফেব্রুয়ারি 25, ২৪ মাঘ ১৪৩১,  ৮ শাবান 1446

করোনায় আরও ১ চিকিৎসকের মৃত্যু

২০২০ মে ০৪ ১০:৫০:০৮
করোনায় আরও ১ চিকিৎসকের মৃত্যু

দ্য রিপোর্ট প্রতিবেদক: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর আনোয়ার খান মর্ডান মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রধান হেমাটোলজিস্ট ও ল্যাবরেটরি মেডিসিন স্পেশালিস্ট অধ্যাপক কর্নেল (অব.) মো. মনিরুজ্জামান মারা গেছেন।

রোববার (৩ মে) বিকেলে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি মারা যান।

এর আগে গত ১৪ এপ্রিল প্রথম চিকিৎসক হিসেবে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে সহকারী অধ্যাপক মঈন উদ্দীন মারা যান। এ তালিকায় নতুন করে যুক্ত হলেন ডা. মনিরুজ্জামান।

সোমবার (৪ মে) আনোয়ার খান মর্ডান মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. এশতেহামুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, গতকাল (রোবাবার) বিকেলে তিনি অসুস্থ হয়ে পড়লে সিএমএইচে নেওয়া হয়। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় তার কোভিড-১৯ পরীক্ষা করা হয়। রিপোর্টে পজেটিভ আসে।

আনোয়ার খান মর্ডান মেডিক্যাল কলেজ হাসপাতালের হেমাটোলজি বিভাগের কয়েকজন চিকিৎসককে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

উল্লেখ্য, দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১৭৭ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৪৫৫ জন। এর মধ্যে পাঁচ শতাধিক চিকিৎসক রয়েছেন।

(দ্য রিপোর্ট/আরজেড/০৪মে, ২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর