thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১,  ২৬ জমাদিউল আউয়াল 1446

স্বাস্থ্যবিধি মেনে অনুশীলনে নামবেন মেসিরা

২০২০ মে ০৬ ১৬:২৪:০১
স্বাস্থ্যবিধি মেনে অনুশীলনে নামবেন মেসিরা

দ্য রিপোর্ট ডেস্ক: স্বাস্থ্যবিধি মেনে চলতি সপ্তাহেই ব্যক্তিগত অনুশীলন করতে পারবেন স্প্যানিশ লিগ ও দ্বিতীয় বিভাগের খেলোয়াড়রা। এক সভায় এমন সিদ্ধান্ত নিয়েছে স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয় ও ক্রীড়া মন্ত্রণালয়।

এক বিবৃতিতে লা-লিগা কর্তৃপক্ষ জানিয়েছে, ‘লা-লিগার ব্যাপারে স্বাস্থ্য মন্ত্রণালয় ও ক্রীড়া মন্ত্রণালয় বৈঠক করেছে। সেখান থেকে সুখবরই পাওয়া গেছে। এই সপ্তাহ থেকেই দলগুলো অনুশীলন করতে পারবে। তবে যথাযথ নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি মেনে খেলোয়াড়রা অনুশীলন করতে পারবে। কিন্তু এখনই দলগতভাবে নয়, ব্যক্তিগতভাবে।’

ঐ বিবৃতিতে আরও বলা হয়, ‘অনুশীলন শুরু আগে নিজ-নিজ ক্লাব কৃর্তপক্ষের কাছ থেকে করোনা টেস্ট করতে হবে এবং সেই রিপোর্ট দেখাতে হবে।’

তবে পরিস্থিতির যদি অবনতি হয়, তবে সরকারের সিদ্বান্ত নেমে চলতে হবে বলে জানায় লা-লিগা কর্তৃপক্ষ। তারা বলে, ‘পরিস্থিতি অবনতি হলে সরকারের যেকোনো সিদ্ধান্ত মানতে হবে ক্লাবগুলোকে। অনুশীলন বন্ধের ঘোষনা আসলে তা বন্ধ হয়ে যাবে।’

করোনাভাইরাসের কারণে মার্চ থেকে স্থগিত হয় লা-লিগা। লা লিগায় এখনো ১১ রাউন্ড বাকি আছে। ২৭ ম্যাচ শেষে ৫৮ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। ২৭ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রিয়াল মাদ্রিদ। আগামী জুন থেকে পুনরায় লা-লিগা শুরুর পরিকল্পনা নিয়ে কর্তৃপক্ষ।

(দ্য রিপোর্ট/আরজেড/০৬মে, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর