thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১,  ২৭ জমাদিউল আউয়াল 1446

লকডাউন প্রত্যাহারের ঘোষণা ইমরানের

২০২০ মে ০৮ ১০:১১:৩৩
লকডাউন প্রত্যাহারের ঘোষণা ইমরানের

দ্য রিপোর্ট ডেস্ক: সারাবিশ্বের মতো পাকিস্তানেও করোনার আগ্রাসনে হু হু করে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। আর এমন পরিস্থিতির মধ্যেই শনিবার থেকে লকডাউন প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। গতকাল বৃহস্পতিবার রাতে তিনি এ ঘোষণা দেন।

টেলিভিশনে দেওয়া ভাষণে ইমরান খান বলেছেন, ‘আমরা এখন লকডাউন সমাপ্তির সিদ্ধান্ত নিচ্ছি। আমরা জানি, এমন সময় আমরা এই পদক্ষেপ নিচ্ছি যখন আমাদের সংখ্যা ঊর্ধ্বমুখী...তবে আমরা যেভাবে প্রত্যাশা করছি এটি সেভাবে শেষ হবে না। দরিদ্র পাকিস্তানিরা লকডাউনে টিকে থাকতে পারবে না উল্লেখ করে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ‘লকডাউন শুরুর পর আমাদের আশঙ্কা ছিল প্রতিদিন আয়ের ওপর ভিত্তি করে যেসব দিনমজুর তাদের সন্তানদের আহার জোগায় তাদের কী হবে।’

তিনি জানান, লকডাউন ধারাবাহিকভাবে প্রত্যাহার করা হবে। জনগণ সতর্ক না হলে করোনার সংক্রমণ নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে বলেও সতর্ক করেছেন ইমরান।

উল্লেখ্য, গত মার্চ থেকে করোনার সংক্রমণ প্রতিরোধে লকডাউন ঘোষণা করে পাকিস্তান। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ২৪ হাজারের বেশি মানুষ। আর মারা গেছে ৫৮৫ জন।

(দ্য রিপোর্ট/আরজেড/০৮মে, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর