thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

কোহলি-রুবেলের দ্বন্দ্বের শুরু যেভাবে

২০২০ মে ০৯ ১০:৪৭:৫২
কোহলি-রুবেলের দ্বন্দ্বের শুরু যেভাবে

দ্য রিপোর্ট ডেস্ক: বাংলাদেশ জাতীয় দলের পেসার রুবেল হোসেন ও ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির মাঠের দ্বন্দ্ব যেন লেগেই থাকে। কোহলি যেমন মাঠের চারপাশে আছড়ে ফেলতে চান টাইগার এই পেসারকে। ঠিক একইভাবে রুবেলও কোহলির উইকেট শিকার করতে আলাদা বারুদ নিয়ে বোলিং করেন।

কোহলির বিপক্ষে সাফল্যের পর সবসময় বাঁধভাঙা উল্লাস করেন এই পেসার। এমনকি স্লেজিং বা চোখ রাঙানির মতো ঘটনাও ঘটে। ২০১৫ ক্রিকেট বিশ্বকাপে এই দৃশ্য দেখেছে পুরো ক্রিকেট বিশ্ব। একইভাবে ২০১৪ সালের এশিয়া কাপেও রুবেলের শিকার হয়ে ফেরার সময় হালকা স্লেজিং হজম করতে হয় কোহলিকে।

কিন্তু তাঁদের এই দ্বন্দ্বের শুরু কোথায়? কিভাবে? সেই উত্তর জানার চেষ্টা করেছিলেন তামিম ইকবাল। তাদের মধ্যকার ফেসবুক লাইভ সেশনে। জাতীয় দলের বর্তমান ওয়ানডে অধিনায়ক রুবেলের কাছে বিষয়টি জানতে চেয়ে প্রশ্ন তোলেন, ‘রুবেল, তোর সাথে আমি সবসময় দেখি যে বিরাট কোহলির কিছু না কিছু লেগে থাকে। অনেকদিন ধরে দেখছি এই বিষয়টা। যেমন, তুই ওর সাথে চোখাচোখি করিস। আউট করলে আবার লাফিয়ে উল্লাস করিস। আসলে তোদের মধ্যে কাহিনী কী? এই ইতিহাস যদি আমাদের সবাইকে একটু জানাস।’

তামিমের এমন প্রশ্নের উত্তরে রুবেল জানান, এই ঘটনার শুরু দুইজনে অনূর্ধ্ব-১৯ খেলার সময় থেকেই। সেই ইতিহাস টেনে রুবেল বলতে থাকেন, ‘আসলে বিরাট কোহলির সাথে আমার অনূর্ধ্ব-১৯ থেকে সমস্যা। আমরা কিন্তু একসাথে অনূর্ধ্ব-১৯ এর বিশ্বকাপ (২০০৮) খেলছি। সেই তখন থেকে ওর সাথে আমার দ্বন্দ্ব লেগে আছে। অনূর্ধ্ব-১৯ এ থাকাকালীন কোহলি অনেক বেশি স্লেজিং করতো। হয়তোবা জাতীয় দলে এই বিষয়টা একটু কমছে। তবে তখন প্রচুর পরিমাণে স্লেজিং করতো।’

‘দক্ষিণ আফ্রিকার মাঠে ভারতের সাথে ট্রাই ন্যাশন সিরিজের একটা ম্যাচ খেলছিলাম। শুরু থেকে প্রচুর স্লেজিং করছিল কোহলি। আসলে আমাদের ব্যাটসম্যানদের উলটাপালটা কথা বলছিল। সে কি ধরনের গালি-গালাজ করতে পারে, এটা আমরা সবাই জানি। আমিও তাকে সে ম্যাচে আউট করে স্লেজিংয়ের সময় হালকা গালিগালাজ করেছিলাম। তখন সে ব্যাটটা উল্টা করে আমার দিকে এগিয়ে আসছিলো আর আমাকে গালি দিচ্ছিলো। আমিও তার দিকে তেড়ে যাচ্ছিলাম। যদিও আম্পায়ার এসে পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে আমাদের সরিয়ে দিয়েছিলেন। আসলে সে থেকে তার সঙ্গে আমার একটা দ্বন্দ্ব শুরু হয়।’

(দ্য রিপোর্ট/আরজেড/০৯মে, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর