thereport24.com
ঢাকা, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১,  ২৮ জমাদিউল আউয়াল 1446

সৌদি আরবে ভ্যাট বাড়িয়ে তিন গুণ, বন্ধ ভাতা

২০২০ মে ১১ ১৫:৪৩:৫৮
সৌদি আরবে ভ্যাট বাড়িয়ে তিন গুণ, বন্ধ ভাতা

দ্য রিপোর্ট ডেস্ক: ভ্যাটের (মূল্য সংযোজন কর)পরিমাণ তিনগুণ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার। সেই সাথে সরকারি চাকুরিজীবিদের জীবনযাপন ব্যয় ভাতা বন্ধের বিষয়েও সিদ্ধান্ত নিয়েছে দেশটি। আজ সোমবার সৌদি আরবের অর্থমন্ত্রী এ কথা জানিয়েছেন।

করোনার কারণে আন্তর্জাতিক বাজারে তেলের অস্বাভাবিক দরপতনে সৌদি আরবের অর্থনীতির এখন বেহাল দশা। করোনার কারণে অন্য সব দেশের মতো সৌদিরও ব্যবসায় বাণিজ্য এখন বন্ধ। দেশটির আয়ের আরেক বড় খাত হজও হচ্ছে না এ বছর। সব মিলিয়ে সৌদি আরবের এখন নাস্তানাবুদ অবস্থা। রাষ্ট্রীয় কোষাগারে কিছু টাকা জমা করতে তাই ভ্যাট তিন গুণ করছে দেশটি।

আগামী ১ জুলাই থেকে ভ্যাটের পরিমাণ বাড়িয়ে ৫ শতাংশ থেকে ১৫ শতাংশ করার সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া আগামী জুন থেকে সরকারি চাকরিজীবীদের জীবনযাপন ব্যয় ভাতা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সৌদি অর্থমন্ত্রী বলছেন,তেলের মূল্য অস্বাভাবিক কমে যাওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে করোনাভাইরাস মোকাবেলায় কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে বলে গেল সপ্তাহে হুঁশিয়ারি দেন তিনি।

প্রসঙ্গত যে, সৌদি আরবে ২০১৮ সালের শুরুর দিকে ভ্যাট প্রথা চালু হয়েছিল। এরপর এবারই প্রথম সেটা বাড়ানো হলো।

(দ্য রিপোর্ট/আরজেড/১১মে, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর