thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি 25, ২৪ মাঘ ১৪৩১,  ৭ শাবান 1446

করোনা উপসর্গ নিয়ে আইসোলেশনে স্বাস্থ্যের ডিজি

২০২০ মে ১২ ১৫:৫১:২৮
করোনা উপসর্গ নিয়ে আইসোলেশনে স্বাস্থ্যের ডিজি

দ্য রিপোর্ট প্রতিবেদক: করোনাভাইরাসে আক্রান্তের উপসর্গ নিয়ে নিজ বাসায় আইসোলেশনে আছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ। গত কয়েকদিন ধরেই তিনি বাসার বাইরে আসছেন না। একা একঘরে দিন কাটাচ্ছেন। পরিবারের এক সদস্যের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হওয়ার পর এই বিধি মানতে হচ্ছে তাকে।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘এখনো মহাপরিচালক মহোদয়ের নমুনা পরীক্ষা হয়নি। তাই নিশ্চিত করে বলা যাচ্ছে না তিনি করোনায় আক্রান্ত কিনা। পরীক্ষার প্রক্রিয়া চলছে।’

তবে আবুল কালাম আজাদের পরিবারের একজন সদস্য এরই মধ্যে করোনা আক্রান্ত হয়েছেন বলেও জানান তিনি।

নিয়ম অনুযায়ী কোনো পরিবারে একজন সদস্যের কোভিড-১৯ পজেটিভ হলে বাকিদের আইসোলেশনে রাখা হয়। লকডাউন করা হয় ওই বাসা।

নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে আগে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে দেখা গেলেও বেশ কয়েক সপ্তাহ ধরে তার কোনো দেখা নেই। তার পরিবর্তে অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা নিয়মিত ব্রিফিং করছেন।

(দ্য রিপোর্ট/আরজেড/১২মে, ২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর