thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি 25, ২৪ মাঘ ১৪৩১,  ৭ শাবান 1446

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব পেলেন ডা. নাসিমা

২০২০ মে ১৩ ১৬:২৪:১৫
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব পেলেন ডা. নাসিমা

দ্য রিপোর্ট প্রতিবেদক: স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব নিয়েছেন অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। এত দিন তিনি স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালকের (প্রশাসন) দায়িত্ব পালন করে আসছিলেন। আজ বুধবার দুপুরে করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে তিনি নিজেই এ তথ্য জানান।

ব্রিফিংয়ের শুরুতে নাসিমা সুলতানা বলেন, ‘আমি স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। তবে আমি এখন মহাপরিচালকের দায়িত্বে আছি।’

প্রসঙ্গত যে, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন। এরকম পরিস্থিতিতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব নিলেন নাসিমা সুলতানা।

(দ্য রিপোর্ট/আরজেড/১৩মে, ২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর