thereport24.com
ঢাকা, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১,  ২৮ জমাদিউল আউয়াল 1446

করোনা নিয়ে দাঙ্গা: নিঃস্ব কয়েকশ মুসলিম 

২০২০ মে ১৫ ০৯:৫৭:৪৬
করোনা নিয়ে দাঙ্গা: নিঃস্ব কয়েকশ মুসলিম 

দ্য রিপোর্ট ডেস্ক: করোনার সংক্রমণকে কেন্দ্র করে সাম্প্রদায়িক দাঙ্গায় জ্বালিয়ে দেওয়া হয়েছে কয়েকশ মুসলিমের বাড়িঘর। সর্বস্ব হারিয়ে আশ্রয় শিবিরে জায়গা হয়েছে তাদের। ভারতে পশ্চিমবঙ্গের হুগলী জেলার চন্দননগরে ঘটেছে এই ঘটনা।

ভারতের সংবাদ মাধ্যমগুলো বলছে, গত রোববার থেকেই উত্তপ্ত হতে থাকে পরিস্থিতি। মঙ্গলবার সেটা চরমে পৌঁছায়। দাঙ্গায় মুসলিমদের পাশাপাশি হিন্দুদের বাড়ঘরও পোড়ানো হয়েছে। তবে যেহেতু ওই এলাকায় মুসলিমদের বসতি বেশি, তাই মুসলিমরাই আক্রান্ত হয়েছে বেশি। ঘরের সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার ফলে নতুন করে জীবন শুরু করতে হবে তাদের।

কি হয়েছিল সেদিন?

সপ্তাহখানেক আগে করোনা পরীক্ষার একটি শিবির করা হয়েছিল চন্দননগরের তেলেনিপাড়া এলাকায়। পরীক্ষায় প্রথমে একজন আর তারপরে আরও কজনের পজিটিভ রিপোর্ট আসে। ঘটনাচক্রে তারা সকলেই মুসলমান।

এক স্থানীয় বাসিন্দা জানান, ক্যাম্পটা মুসলমান প্রধান এলাকায় হয়েছিল, তাই স্বাভাবিকভাবেই পজিটিভ এলে মুসলমানদেরই হবে। কিন্তু সেটা নিয়ে হিন্দুদের একাংশ মুসলমানদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়াতে থাকে। মুসলমানরাই করোনা ছড়াচ্ছে বলে টিটকিরি দেওয়া হয়। তেলেনিপাড়া থেকে পাশের ভদ্রেশ্বরেও উত্তেজনা ছড়ায়। এরমধ্যেই মুসলিম প্রধান এলাকাটি ব্যারিকেড করে দেওয়া হয়, যাতায়াত বন্ধ হয়ে যায়। তার পরেই উত্তেজনা চরমে পৌঁছায় মঙ্গলবার দুপুরে। আগুন লাগিয়ে দেওয়া হয় গর বাড়িতে।

সর্বশেষ পরিস্থিতি

সাম্প্রদায়িক সংঘর্ষের দু`দিন পরে গতকাল বৃহস্পতিবার কর্তৃপক্ষ জানিয়েছে পরিস্থিতি এখন শান্ত। তবে চাপা উত্তেজনা রয়েছে। পুলিশ বলছে, এখন পর্যন্ত ১২৯ জনকে তারা গ্রেপ্তার করেছে, আটক করা হয়েছে আরও ২১ জনকে। ওই এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়েছে যাতে কেউ গুজব ছড়িয়ে অশান্তি না বাড়াতে পারে।

(দ্য রিপোর্ট/আরজেড/১৫মে, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর