thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২৩ রজব 1446

 শিল্পার স্বামীকে ‘পেটানো’ ভিডিও টিকটক ভাইরাল

২০২০ মে ১৫ ১৫:৫৮:১২
 শিল্পার স্বামীকে ‘পেটানো’ ভিডিও টিকটক ভাইরাল

দ্য রিপোর্ট ডেস্ক: বাড়ির পরিচারিকাকে চুমু খাওয়ার অভিযোগে স্বামী রাজ কুন্দ্রাকে মারধর করেছেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি। শিল্পা শেঠি নিয়মিত মজার মজার ভিডিও বানিয়ে আপলোড করেন। সম্প্রতি ইনস্টাগ্রামে এমনি একটি ভিডিও শেয়ার করেছেন তিনি।

ভিডিওতে দেখা যায়, ঘর গোছাচ্ছেন শিল্পা। এ সময় চুমু খেতে চাইছেন তার স্বামী। কিন্তু শিল্পা বলেন, এখন কাজের সময় এসব করো না।

তখন বাড়ির পরিচারিকা এটা শুনে বলেন, ঠিক বলেছেন ম্যাডাম। এটা আমি স্যারকে বোঝাতেই পারি না।

এরপরই স্বামীকে মারধর শুরু করেন শিল্পা শেঠি। এই মজার ভিডিওতে কাজের মেয়েটিও সেজেছেন শিল্পা নিজে। শেয়ার করে শিল্পা লেখেন, ‘নজর হাটি, দুর্ঘটনা ঘটি। সাচ্চাই পাতা চলনে পর, পিট গেয়ে হামারে পতি।

এর আগে ছেলে বিহান ও স্বামী রাজ কুন্দ্রার সঙ্গে ‘মর্ডান ডে মহাভারত’-এর একটি ভিডিও বানিয়েছিলেন শিল্পা। যেখানে দেখা যায় নারদ, বিহান তার বাবা-মার মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করছে ভুয়া খবর ছড়িয়ে। খেলনা বন্দুক দিয়ে মহাভারতের লড়াই লড়তে দেখা গিয়েছিল শিল্পা ও রাজকে।

(দ্য রিপোর্ট/আরজেড/১৫মে, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর