thereport24.com
ঢাকা, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১,  ২৮ জমাদিউল আউয়াল 1446

করোনা থেকে সুস্থ ১৮ লাখ মানুষ

২০২০ মে ১৭ ০৯:৫১:৪৪
করোনা থেকে সুস্থ ১৮ লাখ মানুষ

দ্য রিপোর্ট ডেস্ক: বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রকোপ কমতে শুরু করেছে। সুস্থতার সংখ্যাও উল্লেখযোগ্য হারে বাড়ছে। গত একদিনে বিশ্বে করোনা থেকে সুস্থ হয়েছেন ৫৩ হাজারের বেশি মানুষ। রবিবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনা থেকে সুস্থ হওয়ার সংখ্যা ১৮ লাখ ১১ হাজার ৬৭৪ জন। এ তথ্য জানিয়েছে করোনার লাইভ আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার।

যুক্তরাষ্ট্রে সুস্থ হয়েছেন ৩ লাখ ৩৯ হাজার ২৩২ জন, স্পেনে এক লাখ ৯২ হাজার ২৫৩ জন, ইতালিতে এক লাখ ২২ হাজার ৮১০ জন, ফ্রান্সে ৬১ হাজার ৬৬ জন। ইরানে সুস্থ হয়েছেন ৯৩ হাজার ১৪৭ জন। তুরস্কে সুস্থ হয়েছেন এক লাখ ৮ হাজার ১৩৭ জন।

বিশ্বে করোনা থেকে সুস্থতার হারে সবচেয়ে এগিয়ে রয়েছে জার্মানি। দেশটিতে অবিশ্বাস্যভাবে আক্রান্তের তুলনায় সুস্থতার সংখ্যা সবচেয়ে বেশি। জার্মানিতে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন এক লাখ ৫২ হাজার ৬০০ জন।

রবিবার সকাল পর্যন্ত করোনায় বিশ্বব্যাপী নিহতের সংখ্যা দাঁড়িয়েছে তিন লাখ ১৩ হাজার ২২০ জনে এবং আক্রান্তের সংখ্যা ৪৭ লাখ ২০ হাজার ১৯৬ জন। অপরদিকে ১৮ লাখ ১১ হাজার ৬৭৪ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

(দ্য রিপোর্ট/আরজেড/১৭মে, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর