thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ 24, ১৫ চৈত্র ১৪৩০,  ১৯ রমজান 1445

নিষেধাজ্ঞা শিথিল হলেও শুটিং করতে নারাজ মেহজাবিন

২০২০ মে ১৭ ১০:০৭:৫৫
নিষেধাজ্ঞা শিথিল হলেও শুটিং করতে নারাজ মেহজাবিন

দ্য রিপোর্ট প্রতিবেদক: আজ রোববার থেকে শর্ত সাপেক্ষে নাটকের শুটিং করার অনুমতি দিয়েছে টেলিভিশন সংশ্লিষ্ট আন্তঃসংগঠন।

কিছু সংখ্যক শিল্পী-কলাকুশলী, প্রযোজক নাটক নির্মাণ করার অভিপ্রায়ে সংশ্লিষ্ট সংগঠনে অনুরোধ করেন। তারই পরিপ্রেক্ষিতে গত শুক্রবার সংগঠনটির জরুরি সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

নাট্যাঙ্গনের অনেক নির্মাতা-অভিনয়শিল্পী শুটিংয়ের পক্ষে রয়েছেন, আবার অনেকে এর বিপক্ষে। কারণ করোনার সংক্রমণ দিন দিন বেড়েই চলেছে। এ পরিস্থিতিতে সময়ের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরীও শুটিং করতে অনিচ্ছা প্রকাশ করেছেন। এ অভিনেত্রী রাইজিংবিডিকে বলেন—‘এই পরিস্থিতির মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে আমি এখন শুটিং করব না।’

করোনার এই সংকটকালে কাজ নিয়ে আপাতত ভাবছেন না মেহজাবিন। তার ভাষায়—‘পরিস্থিতি স্বাভাবিক হলে কাজ করা যাবে। কিন্তু তার আগে তো বাঁচতে হবে। সবকিছু ঠিক হোক তারপর দেখব। এ মুহূর্তে আসলে কাজ নিয়ে একদম ভাবছি না। ভাবনায় শুধু এই পরিস্থিতি। কবে যে সবকিছু ঠিকঠাক হবে, সেটা নিয়েই চিন্তায় আছি।’

ঈদ কিংবা উৎসবে মেহজাবিন চৌধুরীর নাটক-টেলিফিল্ম মানেই বিশেষ কিছু। টানা মে মাস পর্যন্ত ২০-২৫টি নাটক-টেলিফিল্মে কাজ করার কথা ছিল তার। কিন্তু করোনার তাণ্ডবে ঈদুল ফিতরের তেমন কোনো কাজই করতে পারেননি তিনি। লকডাউনের আগে সর্বশেষ পরিচালক মিজানুর রহমান আরিয়ানের একটা টেলিফিল্মের কাজ শুরু করেছিলেন মেহজাবিন। কিন্তু করোনা প্রকোপ বেড়ে যাওয়ায় কাজটি শেষ করতে পারেননি। তবে লকডাউনের আগে এই নির্মাতার কয়েকটি নাটক-টেলিফিল্মে অভিনয় করেছিলেন। তারই কয়েকটি ঈদুল ফিতরে প্রচার হতে পারে। এছাড়া ঈদুল ফিতরে তার কতগুলো কাজ টিভিতে প্রচার হবে তা এখনি বলতে পারছেন না বলেও জানান এই অভিনেত্রী।

(দ্য রিপোর্ট/আরজেড/১৭মে, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর