thereport24.com
ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১,  ১৭ রবিউল আউয়াল 1446

ঢাকায় আসা-যাওয়া নিয়ন্ত্রণে আরও কঠোর ডিএমপি

২০২০ মে ১৭ ১৫:১২:৩৫
ঢাকায় আসা-যাওয়া নিয়ন্ত্রণে আরও কঠোর ডিএমপি

দ্য রিপোর্ট প্রতিবেদক: প্রাণঘাতী ভাইরাস করোনার সংক্রমণ বাড়তে থাকায় জরুরি প্রয়োজন ছাড়া বাইরে থেকে রাজধানীতে ঢোকা এবং ঢাকা থেকে কেউ যেন বের না হতে পারে, তা নিশ্চিতে আরও কঠোর অবস্থানে ঢাকা মহানগর পুলিশ।

রবিবার থেকে ঢাকা মহানগরী (ডিএমপি) এলাকায় প্রবেশ ও বাহির পথে চেকপোস্ট ব্যবস্থা জোরদার করা হয়েছে। যাতে কোন ব্যক্তি একান্ত জরুরি প্রয়োজন ছাড়া ঢাকা শহরে প্রবেশ বা ঢাকা শহর থেকে বাহিরে যেতে না পারেন।

ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ ও গণমাধ্যম শাখার অতিরিক্ত উপকমিশনার মো. আবু আশরাফ সিদ্দিকী ঢাকাটাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন। জরুরি সেবা ও পণ্য সরবরাহ কাজে নিয়োজিত যানবাহনসমূহ এই নিয়ন্ত্রণের আওতামুক্ত থাকবে।

উপযুক্ত কারণ ছাড়া কোন ব্যক্তি যানবাহন চালালে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এই নিয়ন্ত্রিত চলাচলের ক্ষেত্রে নাগরিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা চেয়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/১৭মে, ২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর