thereport24.com
ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১,  ১৭ রবিউল আউয়াল 1446

করোনায় জীবন গেল পুলিশের আরেক সদস্যের

২০২০ মে ১৮ ১৫:০৩:৪৭
করোনায় জীবন গেল পুলিশের আরেক সদস্যের

দ্য রিপোর্ট প্রতিবেদক: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মজিবুর রহমান তালুকদার মারা গেছেন। তিনি স্পেশাল ব্রাঞ্চের সিটি এসবিতে (পল্টন জোন-১) কর্মরত ছিলেন।

সোমবার সকাল নয়টার দিকে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই নিয়ে পুলিশে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল নয়জনে।

পুলিশ সদরদপ্তর জানায়, গত ১১ মে করোনা পজেটিভ হলে মুজিবুর রহমানকে রাজধানীর ইমপালস হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়েছে।

নিহত পুলিশ সদস্যের গ্রামের বাড়ি সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার তারাকান্দি গ্রামে। তবে তিনি পরিবার নিয়ে বগুড়াতে থাকতেন। পুলিশের এই সদস্য দুই ছেলে ও এক মেয়ের বাবা।

সদরদপ্তর আরো জানায়, পুলিশের ব্যবস্থাপনায় তার মরদেহ বগুড়ায় পাঠানো হয়েছে। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ধর্মীয় বিধান অনুযায়ী মরদেহ দাফন করা হবে।

(দ্য রিপোর্ট/আরজেড/১৮মে, ২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর