thereport24.com
ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১,  ২৫ জমাদিউল আউয়াল 1446

ঢাকা ছাড়তে চাইলে ঈদ পর্যন্ত রাস্তাতেই রাখা হবে

২০২০ মে ২০ ১৮:৩৪:২৬
ঢাকা ছাড়তে চাইলে ঈদ পর্যন্ত রাস্তাতেই রাখা হবে

দ্য রিপোর্ট প্রতিবেদক: ঢাকা মেট্রোপেলিটন পুলিশের কমিশনার শফিকুল ইসলাম হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ঈদকে কেন্দ্র করে যারা পায়ে হেঁটেও গ্রামের বাড়ি যাওয়ার চেষ্টা করবে, তাদেরকে ঈদ পর্যন্ত রাস্তাতেই রাখা হবে। কোথাও যেতে দেয়া হবে না।

বুধবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের মাসদাইর এলাকায় কেন্দ্রীয় ইদগাহ ময়দানে জেলা পুলিশ আয়োজিত দুস্থদের ঈদ সামগ্রী বিতরণে এসে তিনি এ হুঁশিয়ারি দেন।

ডিএমপি কমিশনার জানান, ঢাকা এবং আশপাশের জেলা থেকে কাউকে ভিন্ন জেলায় যেতে দেয়া হবে না। পাশাপাশি বাইরের কোনো জেলা থেকেও কাউকে ঢাকায় প্রবেশ করতে দেয়া হবে না।

তিনি বলেন, আমরা জেনে-বুঝে কাউকে মৃত্যুর মুখে পড়তে দেব না। তারপরও কেউ যদি ঈদের অজুহাতে বের হয়, তবে তাকে আটকে দেয়া হবে এবং ঈদ পর্যন্ত সেখানেই অবস্থান করতে হবে। পুলিশ কারো অজুহাত প্রশ্রয় দেবে না।

নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলমের সভাপতিত্বে ঈদ সামগ্রী বিতরণ কর্মসূচিতে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট প্রধান মো. মনিরুল ইসলাম, ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমানসহ পুলিশ বিভাগের অন্য কর্মকর্তারার উপস্থিত ছিলেন।

(দ্য রিপোর্ট/আরজেড/২০মে, ২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর