thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

এবার ডিএসসিসির রাজস্ব বিভাগের কর্মকর্তাকে অপসারণ

২০২০ মে ২১ ০৭:৪৫:০২
এবার ডিএসসিসির রাজস্ব বিভাগের কর্মকর্তাকে অপসারণ

দ্য রিপোর্ট প্রতিবেদক: এবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) আরেক কর্মকর্তাকে অপসারণ করা হয়েছে। তিনি হলেন, রাজস্ব বিভাগের বাজার সার্কেল-৩ এর কর কর্মকর্তা বর্তমানে নগর পরিকল্পনা বিভাগে সংযুক্ত আতাহার আলী খান।

বুধবার ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এই অফিস আদেশ জারি করেছেন।

জারিকৃত অফিস আদেশে বলা হয়েছে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্মচারি চাকরি বিধিমালা ২০১৯ এর বিধি ৬৪(২) মোতাবেক জনস্বার্থে এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের স্বার্থ রক্ষার্থে চাকরি থেকে তাকে অপসারণ করা হল।

এর আগে গত রোববার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রধান রাজস্ব কর্মকর্তা ইউসুফ আলী সরদার ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আসাদুজ্জামানকে দুর্নীতির অভিযোগে চাকরি থেকে অপসারণ করা হয়। ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস তার প্রথম কর্মদিবসে এ অফিস আদেশ জারি করেন।

(দ্য রিপোর্ট/আরজেড/২১মে, ২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর