thereport24.com
ঢাকা, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪, ২৩ ভাদ্র ১৪৩১,  ৪ রবিউল আউয়াল 1446

সৌদিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, নিহত ২

২০১৩ নভেম্বর ১০ ১৬:৫১:০৪
সৌদিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, নিহত ২

দিরিপোর্ট২৪ ডেস্ক : সৌদি আরবে বিক্ষোভরত অবৈধ শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত দুইজন নিহত ও ৭০ জন আহত হয়েছে। এছাড়া গ্রেফতার করা হয়েছে ৫৬১ জনকে। খবর আলজাজিরা ও দ্যা গার্ডিয়ানের।

সৌদির গরিব এলাকা হিসেবে পরিচিত রিয়াদের মানফুহায় শনিবার এ ঘটনা ঘটে। রাজপথে বিক্ষোভকারীদের দমন করতে নিরাপত্তারক্ষীরা ফাঁকা গুলি ছোঁড়ে ও লাঠিচার্জ করে। এ সময় বিক্ষোভকারীরা পুলিশের গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল ছোঁড়ে।

সৌদি পুলিশ জানায়, এ ঘটনায় দুজন নিহত, ৬৮ জন আহত ও ৫৬১ জনকে গ্রেফতার করা হয়েছে।

আন্দোলনকারীদের বেশিরভাগই আফ্রিকান বলে পুলিশের ধারণা।

মানফুয়ার কয়েকটি রাস্তায় সৌদি পোশাক পরা বেশ কয়েকজনকে দেখা গেছে। তারা ছোট ছোট দলে বিভক্ত হয়ে প্রতিবাদ জানায়। এদের মধ্যে কারো কারো হাতে ছুরি ও লোহার পাত দেখা যায়। তারা তাদের সম্পদ রক্ষার্থে মাঠে নেমেছে বলে জানায়।

বিক্ষোভরত কর্মীদের সকলের ভিসার মেয়াদ গত সপ্তাহে শেষ হয়ে গেছে। নতুন করে মেয়াদ বাড়ানোর ক্ষেত্রে সৌদি সরকার বেশ কঠোর অবস্থান নিয়েছে।

(দিরিপোর্ট২৪/এসকে/এইচএসএম/নভেম্বর ১০, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর