thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

যাঁদেরকে ফোন না করে খেলতে নামেন না মাশরাফি

২০২০ মে ২৪ ১৫:৫১:৪৮
যাঁদেরকে ফোন না করে খেলতে নামেন না মাশরাফি

দ্য রিপোর্ট প্রতিবেদক: প্রায় ১৯ বছরের ক্রিকেট ক্যারিয়ারে একটি কাজ কখনোই বাদ দেননি মাশরাফি বিন মর্তুজা। সেটি হলো যেকোন ম্যাচের আগে নির্দিষ্ট তিনজন মানুষকে ফোন করা। শুধু আন্তর্জাতিক ম্যাচ নয়, যেকোন ঘরোয়া লিগ এমনকি প্রস্তুতি ম্যাচের আগেও এ তিনজনকে ফোন করেন ‘নড়াইল এক্সপ্রেস’খ্যাত এ পেসার।

এ অভ্যাসটি সম্পর্কে জানা গেল শনিবার রাতে তামিম ইকবালের ফেসবুক লাইভে। প্রসঙ্গ তুলেছিলেন তামিমই। জিজ্ঞেস করেছিলেন, ‘মাশরাফি ভাই, যেকোন ম্যাচের আগে দেখি আপনি মা এবং মামাকে ফোন করেন। মায়ের ব্যাপারটা বুঝতে পারি সবাই, কিন্তু মামার ব্যাপারটা একটু আলাদা লাগে। এর কোন বিশেষ কারণ রয়েছে?’

তখন উত্তরে তামিমকে শুধরে দেন মাশরাফি। বলেন, ‘আমি একটু বলি, (ম্যাচের আগে) আমি তিনজনকে ফোন করি। বিয়ের পর থেকে আমি আমার স্ত্রীকে সবসময় ফোন করি। মায়ের ব্যাপারটা তোরা সবাই বুঝতে পারিস, আমি জানি।’

তিনি আরও বলেন, ‘আর মামার বিষয়টা হচ্ছে যে, ছোটবেলাই থেকে আমি মামার কাছে বড় হয়েছি। তো আছে না, মনের একটা সাহস। তাঁদের সঙ্গে কথা বললে আমি ভেতর থেকে একটা শক্তি আসে। তাই এ তিনজনের সঙ্গে আমি সবসময়ই ফোনে কথা বলি। আরেকজনের সঙ্গেও বলি, সেটা আর এখানে নাম বললাম না।’

(দ্য রিপোর্ট/আরজেড/২৪মে, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর