thereport24.com
ঢাকা, রবিবার, ২৮ এপ্রিল 24, ১৫ বৈশাখ ১৪৩১,  ১৯ শাওয়াল 1445

চট্টগ্রামে ৫ দিন বয়সী শিশুর করোনা শনাক্ত

২০২০ মে ২৯ ১০:১৭:৫৭
চট্টগ্রামে ৫ দিন বয়সী শিশুর করোনা শনাক্ত

দ্য রিপোর্ট প্রতিবেদক: চট্টগ্রামে ৫ দিন বয়সী এক শিশুর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা সংগ্রহের সময় ওই শিশুর বয়স ছিল মাত্র ১ দিন।

বৃহস্পতিবার চট্টগ্রাম মেডিকেল কলেজের ল্যাবের পরীক্ষায় ওই নবজাতকের করোনা পজিটিভ ফলাফল আসে বলে জানান চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. আবদুর রব।

তিনি জানান, করোনাভাইরাস নিয়ে ৩২ বছর বয়সের এক রোগী ২৪ মে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি হন। ওইদিন দুপুরে অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান জন্ম দেন। পরদিন ২৫ মে একদিন বয়সী নবজাতকের নমুনা সংগ্রহ করা হয়। ৪ দিন পর বৃহস্পতিবার নমুনা পরীক্ষায় তার শরীরে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে।

করোনাভাইরাস নিশ্চিত হওয়ার পর ওই রোগীকে ২৪ মে সকালে চট্টগ্রাম জেনারেল হাসসপাতালে স্থানান্তর করা হয়। ওই দিন দুপুরে অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর সন্তান জন্ম হয়।

তিনি আরও জানান, শিশুটির নমুনা পরীক্ষায় করোনাভাইরাস পজিটিভ এসেছে। তবে প্রসূতি ও নবজাতকের অবস্থা এখনো স্থিতিশীল আছে।

(দ্য রিপোর্ট/আরজেড/২৯মে, ২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর