thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

এবার ছেলে সন্তানের বাবা হলেন আশরাফুল

২০২০ মে ৩০ ১০:২০:৫৮
এবার ছেলে সন্তানের বাবা হলেন আশরাফুল

দ্য রিপোর্ট প্রতিবেদক: আবার বাবা হলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। এবার আশরাফুল-অর্চি দম্পতির কোল জুড়ে এসেছে ছেলে সন্তান। শুক্রবার রাজধানীর স্কয়ার হাসপাতালে ছেলে সন্তানের জন্ম দেন তার স্ত্রী অনিকা তাসলিমা অর্চি। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত নিশ্চিত করেছেন আশরাফুল।

তিনি বলেছেন, ‘ছেলে সন্তানের বাবা হয়েছি। ছেলে ও মা দুজনই সুস্থ রয়েছে। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন।’

২০১৫ সালের ১১ ডিসেম্বর অনিকা তাসলিমা অর্চির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মোহাম্মদ আশরাফুল। তাদের ঘর আলোকিত করতে ২০১৬ সালের সেপ্টেম্বরে জন্ম নেয় মেয়ে আরিবা তাসনিম আশরাফুল।

সম্প্রতি বাবা হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিথুন, সাকিব আল হাসান ও এনামুল হক বিজয়।

আন্তর্জাতিক ক্রিকেটে মোহাম্মদ আশরাফুল ওয়ানডেতে ১৭৮ ম্যাচে ৩ হাজার ৪৬৮ রান করেছেন। এখন পর্যন্ত ৬১ টেস্টে তার মোট রান ২ হাজার ৭৩৭। অন্যদিকে টি-টোয়েন্টিতে ২৩ ম্যাচে ৪৫০ রান করেছেন তিনি।

(দ্য রিপোর্ট/আরজেড/৩০মে, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর