thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

এসএসসির ফল মিলবে এক ঘণ্টা আগেই

২০২০ মে ৩০ ১৮:০০:২৮
এসএসসির ফল মিলবে এক ঘণ্টা আগেই

দ্য রিপোর্ট প্রতিবেদক: এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হবে রোববার। পূর্বনির্ধারিত সময় অনুযায়ী সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফলাফলের সারসংক্ষেপ ঘোষণার পর দুপুর ১২টায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ফেসবুক লাইভের ব্রিফিংয়ে বিস্তারিত তুলে ধরার কথা ছিল। তবে শিক্ষামন্ত্রীর ব্রিফিং এক ঘণ্টা এগিয়ে সকাল ১১টা করা হয়েছে। এর ফলে এক ঘণ্টা আগে ফল পাবে শিক্ষার্থীরা। শনিবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এবার শিক্ষার্থীদের স্কুলে স্কুলে গিয়ে ফল জানার সুযোগ নেই। ফলে শিক্ষার্থীরা মুঠোফোনের ক্ষুদেবার্তা (প্রাক-নিবন্ধন করে) এবং শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট ফল জানতে পারবে। শিক্ষামন্ত্রীর ব্রিফিংয়ের পরপরই মুঠোফোনের ক্ষুদেবার্তায় শিক্ষার্থীরা তাদের ফল জানতে পারবেন।

(দ্য রিপোর্ট/আরজেড/৩০মে, ২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর