thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি 25, ২৪ মাঘ ১৪৩১,  ৭ শাবান 1446

করোনায় একদিনে শনাক্ত ২৩৮১, মৃত ২২

২০২০ জুন ০১ ১৪:৪১:০৩
করোনায় একদিনে শনাক্ত ২৩৮১, মৃত ২২

দ্য রিপোর্ট প্রতিবেদক: করোনাভাইরাসে (কোভিড-১৯) দেশে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় কিছুটা স্বস্তির তথ্য পাওয়া গেছে। গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ২২ জন। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২৩৮১ জন। ফলে আক্রান্ত ও মৃত্যু দুটিতেই গতকালের থেকে সংখ্যাটা কিছুটা কমলো। দেশে এখন পর্যন্ত মোট করোনায় মারা গেলেন ৬৭২ জন। আর মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৪৯,৫৩৪ জন।

আজ সোমবার (১ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এসব তথ্য জানানো হয়। অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বুলেটিন উপস্থাপন করেন।

গত ২৪ ঘণ্টায় ১১,৪৩৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। একই সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ৮১৬ জন। এনিয়ে মোট সুস্থ হয়েছেন ১০,৫৯৭ জন।

(দ্য রিপোর্ট/আরজেড/০১জুন, ২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর