thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল 24, ১৬ বৈশাখ ১৪৩১,  ২১ শাওয়াল 1445

১১ জুন বাজেট অধিবেশন

২০২০ জুন ০২ ১৫:২০:৫৩
১১ জুন বাজেট অধিবেশন

দ্য রিপোর্ট প্রতিবেদক: জাতীয় সংসদের বাজেট (অর্থবছর ২০২০-২১) অধিবেশন শুরু হচ্ছে ১১ জুন বৃহস্পতিবার। এদিন বিকেল ৩টা ৩০ মিনিটে অধিবেশন শুরু হবে। মঙ্গলবার অর্থবিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাসের কারণে উদ্ভুত প‌রি‌স্থি‌তি‌তে এবারের অধিবেশন মি‌ডিয়া কাভা‌রে‌জের ল‌ক্ষে সাংবা‌দিক‌দের প্র‌বেশা‌ধিকার থাক‌ছে না।

এমতাবস্থায় সাংবাদিকদেরকে বাজেট ডকুমেন্টস সংসদ ভবনের বাইরে পশ্চিম পার্শ্ববর্তী মিডিয়া সেন্টার থেকে বিকেল সোয়া ৩ টায় বিতরণ করার ব্যবস্থা করা হয়েছে। স্বাস্থ্য‌বি‌ধি মে‌নে নি‌র্দিষ্ট স্থান থে‌কে বা‌জেট ডকুমেন্টস সংগ্রহ করার অনুরোধও করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

১১ জুন জাতীয় সংসদে ২০২০-২১ অর্থবছরের বাজেট ঘোষণা করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বাজেট অধিবেশনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার অংশ নেয়ার কথা রয়েছে। বাজেট পাস হবে ৩০ জুন।

করোনা পরিস্থিতি বিবেচনায় অধিবেশন চলাকালীন নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতের পাশাপাশি করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে নেয়া হচ্ছে কঠোর ব্যবস্থা। এটি একাদশ সংসদের দ্বিতীয় বাজেট অধিবেশন।

(দ্য রিপোর্ট/আরজেড/০২জুন, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর