thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৪ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

ভালো আছেন মোহাম্মদ নাসিম

২০২০ জুন ০২ ১৫:২২:৩৫
ভালো আছেন মোহাম্মদ নাসিম

দ্য রিপোর্ট প্রতিবেদক: সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম ভালো আছেন, সুস্থ আছেন। গতরাতে তার শারীরিক অবস্থার অবনতি হলেও আজ মঙ্গলবার সকাল থেকে তিনি অনেকটাই সুস্থ বোধ করছেন।

এর আগে গতকাল (সোমবার) দুপুরের দিকে মোহাম্মদ না‌সিম জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন। পরে করোনার উপসর্গ মনে হওয়ায় তার করোনাভাইরাস এর নমুনা পরীক্ষা করা হয়। রাত আটটায় প্রতিবেদন পাওয়া গেলে দেখা যায় তিনি করোনাভাইরাসে আক্রান্ত।

স্পেশালাইজড হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা ও পরিচালক আল ইমরান চৌধুরী গতরা‌তে গণমাধ্যমকে জানিয়েছিলেন, অক্সিজেন সিচুরেশন কমে যাওয়ায় তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে।

আজ মঙ্গলবার তিনি বলেন, সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ভালো আছেন। স্বাভা‌বিক খাবার খা‌চ্ছেন। এই মুহূ‌র্তেই তা‌কে কে‌বি‌নে স্থানান্তর করা গে‌লেও আপাতত আইসিইউতে রে‌খে হাইফ্লোতে অক্সিজেন দেয়া হচ্ছে।

(দ্য রিপোর্ট/আরজেড/০২জুন, ২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর