thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

৮২ কোচ পেলেন মাশরাফির ‘উপহার’

২০২০ জুন ০৩ ০৯:২৩:২৮
৮২ কোচ পেলেন মাশরাফির ‘উপহার’

দ্য রিপোর্ট প্রতিবেদক: ঢাকা মেট্রোর ৮২ জন ক্রিকেট কোচকে আর্থিক সহায়তা করেছেন মাশরাফি বিন মুর্তজা।

বাংলাদেশের সবচেয়ে সফলতম অধিনায়ক মাশরাফি নিজের প্রতিষ্ঠিত নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন থেকে ৮২ জন কোচকে তিন হাজার টাকা করে ‘ঈদ উপহার’ দিয়েছেন।

করোনা ভাইরাস সংক্রমনে ব্যাপকভাবে আর্ত মানবতার পাশে দাঁড়াতে মাশরাফি প্রতিষ্ঠিত নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন শুরু থেকেই সরব। নড়াইলে খাদ্য সামগ্রী এবং স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরন সহ নানা কার্যক্রম পরিচালনা করছে তার এই ফাউন্ডেশন।

সম্প্রতি এক নিলামে দীর্ঘদিন মাশরাফির হাতে ব্যবহৃত ব্রেসলেট বিক্রি হয়েছে ৪২ লাখ টাকায়। মাশরাফি আগেই জানিয়েছিলেন, নিলাম থেকে প্রাপ্ত অর্থের ২৫ লাখ টাকা ব্যয় হবে নড়াইলবাসীর জন্য। বাকি ১৫ লাখ টাকা খরচ হবে মুক্তিযোদ্ধাদের কল্যাণে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অসচ্ছল শিক্ষার্থীদের সাহায্যে, রাজধানীর ক্রিকেট কোচের আর্থিক সহায়তায় এবং স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশন ও বিনামূল্যে রক্তদাতাদের সংগঠনের উন্নয়নে।

মঙ্গলবার আবাহনী মাঠে একটি অনুষ্ঠানে ঢাকা মহানগরীর ৮২ কোচের হাতে মাশরাফির উপহার তুলে দেওয়া হয়। তালিকা তৈরিতে সময় লাগায় ঈদের আগে এ কাজ করা হয়নি। ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকায় মাশরাফি সেখানে উপস্থিত হতে পারেননি। তবে অডিও কলে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান।

(দ্য রিপোর্ট/আরজেড/০৩জুন, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর