thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১,  ২৪ জমাদিউস সানি 1446

ডিএসইতে ১৩ বছরের মধ্যে সর্বনিম্ন লেনদেন

২০২০ জুন ০৪ ১৫:০৭:২৬
ডিএসইতে ১৩ বছরের মধ্যে সর্বনিম্ন লেনদেন

দ্য রিপোর্ট প্রতিবেদক: দীর্ঘ ৬৬ দিন বন্ধ থাকার পর রবিবার (৩১ মে) লেনদেন শুরু হয়। ওই দিন উত্থান হলেও পরের তিন কার্যদিবসের মতো আজ বৃহস্পতিবারও পতনে শেষ হয়েছে লেনদেন। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব সূচক কমেছে। কমেছে টাকার পরিমাণে লেনদেনও। ডিএসইতে আজ ১৩ বছরের মধ্যে সবচেয়ে কম লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আজ ডিএসইতে মাত্র ৪২ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ১৩ বছর ১ মাস ১১ দিনের মধ্যে সর্বনিম্ন। এর আগে ২০০৭ সালের ২৪ এপ্রিল আজকের চেয়ে কম লেনদেন হয়েছিল। ওই দিন ডিএসইতে লেনদেন হয়েছিল ৪০ কোটি ৩৯ লাখ টাকার। মূলত আজ ব্লক মার্কেটে লেনদেন কমে যাওয়ার কারণে মোট লেনদেনও এতো কম হয়েছে। এর আগের চার কার্যদিবস ব্লক মার্কেটে লেনদেনের পরিমাণ বেশি হওয়ায় মোট লেনদেন শতকোটি টাকার উপরে ছিল।

আজ প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৩ হাজার ৯৫৩ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৩ পয়েন্ট, ডিএসই-৩০ সূচক ৭ পয়েন্ট এবং সিডিএসইটি ৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ৯১৬ পয়েন্টে, ১৩২১ পয়েন্টে এবং ৭৮২ পয়েন্টে।

আজ ডিএসইতে ৪২ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১০৯ কোটি ৬৬ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ১৫২ কোটি ৬৩ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩০৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১১টির বা ৩ শতাংশের, শেয়ার দর কমেছে ৩৬টির বা ১২ শতাংশের এবং ২৬২টির বা ৮৫ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছ।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ২৩৭ পয়েন্টে। সিএসইতে আজ ১০৩টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৯টির দর বেড়েছে, কমেছে ১৯টির আর ৭৫টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে মাত্র ৪ কোটি ৫৯ লাভ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/০৪জুন, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর