thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১,  ২৬ জমাদিউল আউয়াল 1446

আম্ফানে ক্ষতিগ্রস্তদের পাশে তামিম-মাশরাফিরা

২০২০ জুন ০৪ ১৫:১৬:৫৪
আম্ফানে ক্ষতিগ্রস্তদের পাশে তামিম-মাশরাফিরা

দ্য রিপোর্ট প্রতিবেদক: গত ২০ মে শক্তিশালী ঘূর্ণিঝড় আম্ফান আঘাত হানে বাংলাদেশে। ফলে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের দক্ষিণাঞ্চল। ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোর মধ্যে সাতক্ষীরার নাম রয়েছে সবার ওপরে। তাই এই অঞ্চলের মানুষদের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। ‘ফুটস্টেপস’ নামক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের সঙ্গে মিলে আম্ফানে বিধ্বস্ত ঘরবাড়িগুলো পুনঃনির্মাণে সাহায্য করেছেন মাশরাফি, তামিম, মুশফিকরা।

গতকাল (বুধবার) ফুটস্টেপস এই খবর নিশ্চিত করেছে। সেই সঙ্গে জাতীয় দলের ক্রিকেটারদের প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন তাঁরা। একইসঙ্গে আম্ফানে ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে তারা।

নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে জাতীয় ক্রিকেট দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তারা লিখেছে, ‘বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল, ঘূর্ণিঝড় আম্ফান দ্বারা বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বিধ্বস্ত বাড়িগুলি পুনঃর্নির্মাণে সাহায্যের হাত এগিয়ে দেওয়াতে আমরা সত্যিই কৃতজ্ঞ ও উচ্ছ্বসিত।’

সেখানে আরও লেখা হয়েছে, ‘তাদের সহায়তায়, অনেক পরিবারেরই আর নিরাপদ আশ্রয় ছাড়া ঘুমানোর চিন্তা করতে হবে না। অসংখ্য ধন্যবাদ টাইগারদের, আম্ফান দ্বারা ক্ষতিগ্রস্তদের জীবিকা পুনরুদ্ধারে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।’

(দ্য রিপোর্ট/আরজেড/০৪জুন, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর