thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২৩ রজব 1446

হাতি হত্যায় ফুঁসে উঠেছে বলিউড

২০২০ জুন ০৫ ১০:১৭:৩০
হাতি হত্যায় ফুঁসে উঠেছে বলিউড

দ্য রিপোর্ট ডেস্ক: সম্প্রতি ভারতের কেরালায় এক গর্ভবতী হাতিকে বাজি-সমেত একটি আনারস খাওয়ানোর জন্য পুকুর পাড়ে তা রেখে দেয়া হয়। হাতিটি সেই আনারস খেয়েও নেয়। এরপর হাতির মুখের ভেতরেই ঘটে বিস্ফোরণ। কিছুক্ষণের মধ্যে তার মৃত্যু ঘটে। গোটা ঘটনার ছবি তুলে ও ভিডিও ধারণ করে ছড়িয়ে দেয়া হয় সোশ্যাল মিডিয়ায়।

এই ঘটনার কয়েক মিনিটের মধ্যে সেই ছবি ও ভিডিও ভাইরাল হয়ে যায়। নারকীয় সেই হত্যার ঘটনার প্রতিবাদে ফুঁসে উঠেছেন বলিউডের তারকারা। আনুশকা শর্মা ও রণদীপ হুদা টুইট করে এই অমানবিক কাজের জন্য যোগ্য শাস্তির আবেদন জানিয়েছেন।

আনুশকার মতে, ‘পশুদের প্রতি এমন হিংস্র কাজের বিরুদ্ধে আইন কঠোরতম হওয়া উচিত। শ্রদ্ধা কাপুরও বিস্ময় প্রকাশ করেছেন। বলেছেন, ‘এ রকম বর্বর আচরণ কেউ কীভাবে করতে পারে?’ যেটা দেখেই তার কষ্ট হচ্ছে। এছাড়া বরুণ ধাওয়ান, দিয়া মির্জ়া, জন আব্রাহামও হাতিটির ছবি পোস্ট করে রাগ ও দুঃখ প্রকাশ করেছেন।

এসব তারকাদের মতে, শুধু কঠিন আইন হলেই হবে না, তার প্রয়োগও যথাযথ হওয়া উচিত। পাশাপাশি হাতি হত্যার ওই ঘটনার প্রতিবাদ করে পোস্ট দিয়েছেন টলিউড তারকারাও। তাদের মধ্যে আছেন রাজ চক্রবর্তী, সৃজিত মুখার্জী, রুক্মিণী মৈত্র। তারা সবাই ঘটনাটির নিন্দা করেছেন।

এদিকে ভারতের বন অধিদপ্তর জানিয়েছে, বুধবার কেরালায় আরেকটি হাতিকেও একইভাবে হত্যা করা হয়েছে। সেখানকার বন কর্মীরা জানিয়েছেন, বিস্ফোরক দিয়ে হাতি তাড়ানোর রেওয়াজ কেরালায় অনেকদিনের। কিন্তু সম্প্রতি এভাবে ফলের মধ্যে বাজি ঢুকিয়ে হাতিদের মারা হচ্ছে।

(দ্য রিপোর্ট/আরজেড/০৫জুন, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর