thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২৩ রজব 1446

বিশ্বের শীর্ষ ১০০ ধনী তারকার তালিকায় অক্ষয়

২০২০ জুন ০৫ ১৫:৪৩:০৬
বিশ্বের শীর্ষ ১০০ ধনী তারকার তালিকায় অক্ষয়

দ্য রিপোর্ট ডেস্ক: বলিউড তারকা অক্ষয় কুমার বিশ্বের শীর্ষস্থানীয় ১০০ ধনী তারকার তালিকায় স্থান পেয়েছেন। তালিকায় অক্ষয়ের অবস্থান ৫২ নম্বরে।

বিখ্যাত মার্কিন সাময়িকী ফোর্বস ২০১৯ সালের জুন থেকে ২০২০ সালের মে মাস পর্যন্ত তারকাদের সম্পত্তির পরিমাণ নিয়ে এ তালিকা প্রকাশ করেছে। সেখানে অক্ষয়ের মোট সম্পত্তির পরিমাণ ৩৬৬ কোটি টাকা। তবে একমাত্র ভারতীয় তালিকায় অক্ষয় স্থান পেলেও গত বছরের তুলনায় বেশ নিচে নেমেছে তার অবস্থান।

ফোর্বসের গত বছরের তালিকায় তার অবস্থান ছিল ৩৩ নম্বরে। তবে এবার অক্ষয় পেছনে ফেলেছেন হলিউডের বিশেষ্ট তারকা উইল স্মিথ ও অ্যাঞ্জেলিনা জোলিকে। এমনকি রিহানা, কেটি পেরি, লেডি গাগা, জেনিফার লোপেজের মতো তারকাদের।

অক্ষয়ের আয় বাড়ার পেছনে যেসব কারণ ফোর্বস উল্লেখ করেছে তার মধ্যে রয়েছে-মার্কিন সংস্থা অ্যামাজন প্রাইম ভিডিওর সঙ্গে কাজ করা। এর ফলেও অনেকটা বেড়েছে অক্ষয়ের পারিশ্রমিক। কারণ দি অ্যান্ড থেকে তার আয় হয়েছে প্রায় ৭৫ কোটি টাকা। এছাড়াও তার হাতে রয়েছে বেল বটম, বচ্চন পান্ডের মতো ছবি যা থেকে অক্ষয়ের আয় প্রায় ১০ কোটি টাকা।

(দ্য রিপোর্ট/আরজেড/০৫জুন, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর