thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৪ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

স্ত্রীসহ সিলেটের সাবেক মেয়র করোনা আক্রান্ত

২০২০ জুন ০৬ ০৮:৪৮:১৬
স্ত্রীসহ সিলেটের সাবেক মেয়র করোনা আক্রান্ত

দ্য রিপোর্ট প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষার পর তার করোনা ধরা পড়ে। এর আগে তার স্ত্রী আসমা কামরানও করোনায় আক্রান্ত বলে শনাক্ত হয়েছিলেন।

শুক্রবার (৫ জুন) রাতে ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় এ তথ্য নিশ্চিত করেছেন। বদরউদ্দিন আহমদ কামরান বর্তমানে সিলেটে তার নিজ বাসায় আইসোলেশনে আছেন বলে জানান তিনি।

কামরানের বড় ছেলে ও জেলা আওয়ামী লীগ নেতা ডা. আরমান আহমদ শিপলু জানান, বৃহস্পতিবার বদর উদ্দিন আহমদ কামরানের নমুনা পরীক্ষার জন্য দেওয়া হয়। শুক্রবার রাতে রিপোর্ট আসে। এতে দেখা যায় তিনি পজিটিভ শনাক্ত হয়েছেন।

শিপলু জানান, কয়েক দিন ধরে জ্বরে ভুগছেন কামরান। নিজ বাসাতে থেকেই তিনি চিকিৎসা নিচ্ছেন। এখনো জ্বর ওঠানামা করছে তার।

এর আগে, গত ২৭ মে করানাভাইরাসে আক্রান্ত হন বদর উদ্দিন আহমদ কামরানের স্ত্রী ও মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসমা কামরান। বর্তমানে আসমা কামরান সুস্থ রয়েছেন বলে জানা গেছে। তিনিও বাসা থেকেই চিকিৎসা নিচ্ছেন।

(দ্য রিপোর্ট/আরজেড/০৬জুন, ২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর