thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১,  ২৭ জমাদিউল আউয়াল 1446

প্রস্তুত আছে করোনার টিকার ২০ লাখ ডোজ: ট্রাম্প

২০২০ জুন ০৬ ১৪:২০:৩৪
প্রস্তুত আছে করোনার টিকার ২০ লাখ ডোজ: ট্রাম্প

দ্য রিপোর্ট ডেস্ক: ক্লিনিক্যাল ট্রায়ালে ‘কার্যকরী ও নিরাপদ’ প্রমাণিত হলেই যুক্তরাষ্ট্র বাজারে ছাড়বে কোভিড-১৯ রোগের টিকা। ২০ লাখ ডোজ প্রস্তুত রাখা হয়েছে বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন দৈনিক নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানায়, করোনাভাইরাসের টিকা প্রস্তুতের জন্য পাঁচটি কোম্পানিকে চূড়ান্ত করা হয়েছে। তাদের মধ্যে বায়োটেক ফার্ম মডার্নার সঙ্গে সরাসরি কাজ করছে জাতীয় স্বাস্থ্য সংস্থা। তবে কোন কোম্পানি টিকা প্রস্তুত রেখেছে জানাননি ট্রাম্প।

হোয়াইট হাউজে শুক্রবারের প্রেস ব্রিফিংয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ‘গতকাল টিকা নিয়ে আমরা একটা সভা করেছিলাম। আমরা দারুণ করছি। বেশ কিছু ইতিবাচক বিস্ময় আমাদের জন্য অপেক্ষা করছে। টিকা তৈরিতে অবিশ্বাস্য অগ্রগতি আমাদের। এমনকি পরিবহন ও সরবরাহের ক্ষেত্রেও আমরা তৈরি। যদি ট্রায়ালে টিকা নিরাপদ প্রমাণিত হয় তাহলে আমরা ২০ লাখের বেশি টিকার ডোজ বাজারে ছাড়তে প্রস্তুত।’

যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৯ লাখের বেশি মানুষ। মৃত্যু হয়েছে ১ লাখ ১০ হাজারের বেশি।

(দ্য রিপোর্ট/আরজেড/০৬জুন, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর