thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৪ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

করোনায় আক্রান্ত সাবেক মেয়র কামরান হাসপাতালে

২০২০ জুন ০৬ ১৪:৫২:০০
করোনায় আক্রান্ত সাবেক মেয়র কামরান হাসপাতালে

দ্য রিপোর্ট প্রতিবেদক: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এবার বমি ও জ্বর নিয়ে শহীদ শামসুদ্দিন আহমদ (সদর) হাসপাতালে ভর্তি হয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য বদর উদ্দিন আহমদ কামরান।

শনিবার বেলা ১১টার দিকে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের সহকারী আবাসিক মেডিকেল অফিসার ডা. জন্মেজয় দত্ত।

তিনি বলেন, উনার জ্বর আছে, সাথে বমি। তবে বমিটাই বেশি। যেহেতু হাসপাতালে ভর্তি হয়েছেন মাত্র, সেক্ষেত্রে খুব বেশি কিছু বলা যাচ্ছে না। তবে যেকোন ভাইরাস জ্বরের সাথে বমি থাকতে পারে।

এর আগে শুক্রবার (৫ জুন) সিলেট ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে তার করোনা পজিটিভ ধরা পড়ে। শুক্রবার রাতে টেস্ট রিপোর্টে তার করোনা পজিটিভ আসার পর প্রথমে বাসায় আইসোলেশনে রাখা হলেও শনিবার সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হলো।

এদিকে গত ২৭ মে কামরানের স্ত্রী আসমা কামরানেরও করোনা পজিটিভ ধরা পড়ে। তিনি বর্তমানে নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন।

(দ্য রিপোর্ট/আরজেড/০৬জুন, ২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর