thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

লিবিয়ায় ২৬ বাংলাদেশি হত্যা: গ্রেপ্তার আরও ৪

২০২০ জুন ০৮ ১০:৩৫:০৭
লিবিয়ায় ২৬ বাংলাদেশি হত্যা: গ্রেপ্তার আরও ৪

দ্য রিপোর্ট প্রতিবেদক: লিবিয়ায় ২৬ বাংলাদেশি নিহতের ঘটনায় বাংলাদেশ থেকে আরও চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা স্থানীয় দালাল, দেশীয় পাচারকারী ও লিবিয়া ক্যাম্পের মালিক। রোববার রাতে তাদের গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার এক ক্ষুদে বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ।

জানা গেছে, গ্রেপ্তারকৃতরা স্থানীয় দালাল, দেশীয় পাচারকারী ও লিবিয়া ক্যাম্পের মালিক। এ বিষয়ে বিস্তারিত জানাতে দুপুরে সংবাদ সম্মেলন করা হবে।

প্রসঙ্গত যে, গত ২৮ মে লিবিয়ার ত্রিপোলি থেকে ১৮০ কিলোমিটার দক্ষিণের শহর মিজদাহতে ২৬ বাংলাদেশীকে গুলি করে হত্যা করে একদল মানব পাচারকারী ও তাদের স্বজনরা। এতে আহত হয় আরও ১১ জন। এ ঘটনায় ইতিমধ্যেই দেশে বেশ কয়েকটি মামলা হয়েছে। পুলিশ সদর দফতর, র্যাব, সিআইডি, ডিবি, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট মানব পাচারকারী ও দালাল চক্রকে শনাক্ত করে গ্রেফতারের জন্য তদন্তে মাঠে নেমেছে।

(দ্য রিপোর্ট/আরজেড/০৮জুন, ২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর