thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি 25, ২৪ মাঘ ১৪৩১,  ৭ শাবান 1446

বাংলাদেশ সেনাবাহিনীর ২৭৮৮ জন আক্রান্ত, মৃত ১৭

২০২০ জুন ০৮ ১০:৪১:২১
বাংলাদেশ সেনাবাহিনীর ২৭৮৮ জন আক্রান্ত, মৃত ১৭

দ্য রিপোর্ট প্রতিবেদক: বাংলাদেশে করোনাভাইরাস সংক্রমণ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত সশস্ত্র বাহিনীর ২ হাজার ৭৮৮ জন সদস্য এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে করোনায় মারা গেছেন ১৭ জন।

আইএসপিআর(Inter Service Public Relation Directorate)’য়ের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি বাংলা।

বিবিসি বলছে, কর্মরত ও অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের সংখ্যা ২,০৫৭ জন, তাদের পরিবারবর্গ ১৮৮ জন এবং সশস্ত্র বাহিনীর বিভিন্ন প্রতিষ্ঠানের বেসামরিক ও অন্যান্য ৫৪৩ জনসহ মোট ২ হাজার ৭৮৮ জন কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন।

আক্রান্তদের মধ্যে ১ হাজার ৩১০ জন বিভিন্ন হাসপাতালসহ সিএমএইচ-এ চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১ হাজার ৪৬১ জন ।

করোনায় আক্রান্ত হয়ে এই পর্যন্ত সেনাবাহিনীর ১৭ জন সদস্য মারা গেছেন। এদের মধ্যে ১৪ জনই ষাটোর্ধ। বাকি তিনজন সেনাবাহিনীতে কর্মরত ছিলেন।

বিবিসি বলছে, তারা এই তথ্য পেয়েছে আইএসপিআর থেকে।

সূত্র: বিবিসি বাংলা

(দ্য রিপোর্ট/আরজেড/০৮জুন, ২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর