thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১,  ২৭ জমাদিউল আউয়াল 1446

করোনার উপসর্গ নিয়ে কোয়ারেন্টাইনে কেজরিওয়াল

২০২০ জুন ০৮ ১৫:৪০:৩৯
করোনার উপসর্গ নিয়ে কোয়ারেন্টাইনে কেজরিওয়াল

দ্য রিপোর্ট ডেস্ক: করোনাভাইরাসের উপসর্গ নিয়ে হোম কোয়ারেন্টাইনে গেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তবে এখনও তার করোনা টেস্ট হয়নি।

জানা যায়, গত রোববার থেকেই জ্বর ও কাশিতে ভুগছিলেন কেজরিওয়াল। তাই করোনার এই মৌসুমে কোনও ঝুঁকি নিতে চাননি। আগেভাগেই নিজের বাড়িতে সেল্ফ কোয়ারেন্টাইনে চলে গেছেন আম আদমি দলের এই নেতা।

দিল্লি সরকারের বরাত দিয়ে এ খবর জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস।

এ অবস্থায় তিনি আজ কোনও বৈঠকে অংশ নেবেন না। আগামীকাল মঙ্গলবার কেজরিওয়ালের করোনা পরীক্ষা হবে। করোনা পজেটিভ হলে তিনিই হবেন ভারতে করোনা সংক্রমিত প্রথম মুখ্যমন্ত্রী।

এদিকে ভারতে করোনা সংক্রমণ ক্রমাগত বেড়েই চলেছে। সোমবার সকাল পর্যন্ত দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লক্ষ ৫৬ হাজার ৬১১ জন। আর মারা গেছে মোট ৭ হাজার ১৩৫ জন।

এদের মধ্যে ভারতের রাজধানী দিল্লিতে সোমবার সকাল পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন মোট ২৭ হাজার ৬৫৪ জন। যার মধ্যে মারা গেছেন ৭৬১ জন।

(দ্য রিপোর্ট/আরজেড/০৮জুন, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর