thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৭ মে 24, ২৪ বৈশাখ ১৪৩১,  ২৮ শাওয়াল 1445

অতিরিক্ত পুলিশ সুপার হলেন ২১ কর্মকর্তা

২০২০ জুন ১০ ০৭:২৬:৪২
অতিরিক্ত পুলিশ সুপার হলেন ২১ কর্মকর্তা

দ্য রিপোর্ট প্রতিবেদক: সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার ২১ কর্মকর্তাকে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদোন্নতি দিয়েছে সরকার।

মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই প্রজ্ঞাপন দেয়া হয়।

পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন- পুলিশের অপরাধ তদন্ত বিভাগ- সিআইডির সহকারী পুলিশ সুপার আবুল ফজল মহম্মদ তারিক হোসেন খান, সারদা পুলিশ একাডেমির সহকারী পুলিশ সুপার শাহাবুদ্দীন আহমদ, সিলেট মহানগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার (এসি) নুতান চাকমা, সিআইডির সহকারী পুলিশ সুপার আবু সাঈদ, এপিবিএন সদর দপ্তরের সহকারী পুলিশ সুপার তানভীর আহমদ, পুলিশ একাডেমি সারদার সহকারী পুলিশ সুপার মো. ইউনুস আলী মিয়া, রংপুর মহানগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার (এসি) বেগম নাদিয়া জুঁই, সহকারী পুলিশ কমিশনার (এসি) মোহাম্মদ রকিবুল হাসান ইবনে রহমান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (এসি) এফ, এম ফয়সাল, সহকারী পুলিশ কমিশনার (এসি) নাজমুল হাসান ফিরোজ, সহকারী পুলিশ কমিশনার (এসি) আহসানুজ্জামান, সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. খায়রুল আমিন।

র‌্যাবের সহকারী পুলিশ সুপার এ,বি,এম মুজাহিদুল ইসলাম, নোয়াখালীর চাটখিল সার্কেলের সহকারী পুলিশ সুপার মিমতানুর রহমান, গাজীপুর মহানগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ এইচ এম কামরুল ইসলাম, দিনাজপুরের হাকিমপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আখিউল ইসলাম, সিলেট মহানগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার (এসি) মোহাম্মদ সাইফুল ইসলাম, নেত্রকোনার কেন্দুয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান, কিশোরগঞ্জের করিমগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহবুবুল হক সজীব, কুষ্টিয়ার মিরপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার বেগম ফারজানা শরীফ ও নরসিংদীর রায়পুরা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. তারিক রহমান।

সিনিয়র স্কেলে পদোন্নতি পাওয়া কর্মকর্তারা জাতীয় বেতন স্কেল ২০১৫-এর ৬ষ্ঠ গ্রেডের সকল সুযোগ-সুবিধা পাবেন।

(দ্য রিপোর্ট/আরজেড/১০জুন, ২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর