thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১,  ২৭ জমাদিউল আউয়াল 1446

করোনা সংক্রমণে উহানকেও টপকে গেলো মুম্বাই

২০২০ জুন ১০ ১৫:৩৯:৩০
করোনা সংক্রমণে উহানকেও টপকে গেলো মুম্বাই

দ্য রিপোর্ট ডেস্ক: ভারতে বেড়ে চলেছে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা। গত ২৪ ঘন্টায় সেখানে করোনা আক্রান্ত হলেন ৯ হাজার ৯৮৫ জন। নতুন করে মৃত্যু ঘটেছে ২৭৯ জনের।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সুত্রে জানা গিয়েছে, গত ২৪ ঘন্টায় নতুন করোনা আক্রান্তের ফলে ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছে গিয়েছে ২ লক্ষ ৭৬ হাজার ৫৮৩ জনে। যার মধ্যে অ্যাক্টিভ কেস রয়েছে ১ লক্ষ ৩৩ হাজার ৬৩২ টি। সুস্থ হয়ে উঠেছেন ১ লক্ষ ৩৫ হাজার ২০৬ জন।

বর্তমানে ভারতজুড়ে করোনায় মোট মৃতের সংখ্যা ৭ হাজার ৭৪৫ জন। ভারতে মহারাষ্ট্র রাজ্যে করোনা সংক্রমণ অব্যাহত গতিতে বেড়ে চলেছে। মহারাষ্ট্রে ৯০ হাজার ৭৮৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। যারমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৪২ হাজার ৬৩৮ জন। ভারতে শেষ ২৪ ঘন্টায় করোনা আক্রান্তের ৪ ভাগের ১ ভাগই মহারাষ্ট্র রাজ্যের।

ভারতের বাণিজ্য নগরী মুম্বাইয়ে বর্তমানে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৫১ হাজার ১০০ জন। এই সংখ্যা চীনের উহান নগরীর থেকে প্রায় ৭০০ জন বেশি। চীনের উহানে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ৫০ হাজার ৩৪০ জন। যার মধ্যে মৃত্যু হয়েছে ১৭৬০ জনের।

ভারতে করোনা সংক্রমণের নিরিখে মহারাষ্ট্রের পরেই রয়েছে দিল্লি। সেখানে করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ৮৭৪ জন।

(দ্য রিপোর্ট/আরজেড/১০জুন, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর