thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৫ আগস্ট 25, ২০ শ্রাবণ ১৪৩২,  ১০ সফর 1447

টি-২০ বিশ্বকাপের সিদ্ধান্ত জুলাইয়ে

২০২০ জুন ১১ ০৯:২০:১৪
টি-২০ বিশ্বকাপের সিদ্ধান্ত জুলাইয়ে

দ্য রিপোর্ট ডেস্ক: করোনা মহামারির ধাক্কা সামলে বিশ্বের কোথাও কোথাও ফিরতে শুরু করেছে ক্রিকেট। দু-একটি দেশে আগামী মাসে আন্তর্জাতিক সিরিজও দেখা যাবে। কিন্তু বছরের বড় দুটি টুর্নামেন্ট টি-টোয়েন্টি বিশ্বকাপ আর এশিয়া কাপের ভবিষ্যৎ এখনো অনিশ্চিত।

বুধবার আইসিসির বোর্ড সভায় টি-২০ বিশ্বকাপ নিয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি আইসিসি। বরং পরিবেশ-পরিস্থিতি আরও ভালোভাবে পর্যবেক্ষণের জন্য এক মাস সময় নিয়েছে তারা। অর্থাৎ আগামী জুলাই মাসে ২০২০ সালে পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২১ সালের নারী ওয়ানডে বিশ্বকাপের ব্যাপারে সিদ্ধান্ত নেবে আইসিসি।

এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ খবর জানিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। যেহেতু চূড়ান্ত সিদ্ধান্ত একবারই নেয়া হয়, তাই এ বিষয়ে কোনো তাড়াহুড়োর পক্ষে হয় আইসিসি। বরং সব দিক বিবেচনা করে, পুরোপুরি নিশ্চিত হয়েই দুইটি বড় আসরের সিদ্ধান্ত নেবে সংস্থাটি।

সভা শেষে আইসিসি প্রধান নির্বাহী মানু সাওনি বলেছেন, ‘বিশ্বব্যাপী মহামারীর কারণে পরিস্থিতি খুব দ্রুত বদলাচ্ছে, সবকিছু ক্রমশ বাড়ছে। খেলাটির ভালোর জন্য সেরা সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে আমরা নিজেদেরকে সেরা সুযোগটা দিতে চাই। এর সঙ্গে জড়িত সকলের স্বাস্থ্য সুরক্ষার বিষয় সবার আগে গুরুত্ব পাবে।’

তিনি আরও বলেন, ‘সিদ্ধান্ত নেয়ার জন্য আমাদের কাছে শুধু একটাই সুযোগ এবং এর মধ্যেই সঠিক সিদ্ধান্তটি নিতে হবে। আমরা আমাদের সদস্য দেশ, ব্রডকাস্টার, পার্টনার, সবদেশের সরকার এবং খেলোয়াড়দের সঙ্গে আলোচনা চালিয়ে যাবে। যাতে করে সবার মতের ওপর ভিত্তি করে সঠিক সিদ্ধান্ত নেয়া যায়।’

(দ্য রিপোর্ট/আরজেড/১১জুন, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর