thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

লা লিগা ফিরলো মাঠে, সেভিয়ার জয়

২০২০ জুন ১২ ১০:২৫:১৬
লা লিগা ফিরলো মাঠে, সেভিয়ার জয়

দ্য রিপোর্ট ডেস্ক: প্রায় তিন মাস বন্ধ থাকার পর অবশেষে শুরু হয়ে স্প্যানিশ লা লিগা। বৃহস্পতিবার রাতে রামোন সানচেজ পিজুয়ান স্টেডিয়ামে খেলেছে সেভিয়া ও রিয়াল বেটিস। যেখানে সহজ জয়ই পেয়েছে সেভিয়া।

করোনার কারণে বন্ধ হওয়ার আগে লা লিগার সবশেষ ম্যাচটি হয়েছিল ১০ মার্চ, এইবার ও রিয়াল সোসিয়েসাদের মধ্যে। সেদিন ২-১ গোলে জিতেছিল সোসিয়েদাদ। তিন মাস পর ১১ জুন লিগ ফেরার ম্যাচে সেভিয়ার জয়ের ব্যবধান ২-০।

বৃহস্পতিবার রাতের ম্যাচটি শুরুর আগে করোনার থাবায় প্রাণ হারানোর স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। নিজেদের ঘরের মাঠ রামোন সানচেজে একচ্ছত্র আধিপত্য বিস্তার করতে পারেনি সেভিয়া। সমান জবাব দিয়েছে বেটিস। ম্যাচের প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোন দল।

২-০ গোলের এ জয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থান আরও পাকাপোক্ত করেছে সেভিয়া। লিগের ২৮ ম্যাচ শেষে সেভিয়ার সংগ্রহ ৫০ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে ৫৮ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা এবং ৫৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ।

(দ্য রিপোর্ট/আরজেড/১২জুন, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর