thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি 25, ২৪ মাঘ ১৪৩১,  ৭ শাবান 1446

‘রেড জোনে’ পড়ছে ঢাকার যে ৪৯ এলাকা

২০২০ জুন ১৩ ১০:৩২:৩১
‘রেড জোনে’ পড়ছে ঢাকার যে ৪৯ এলাকা

দ্য রিপোর্ট প্রতিবেদক: প্রাণঘাতী করোনার প্রাদুর্ভাবের মধ্যেই সারাদেশে লকডাউন শিথিল করা হয়েছে। বাড়ানো হয়নি সাধারণ ছুটিও। কিন্তু লকডাউন শিথিলের পর থেকেই দেশে বেড়েছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। যার ফলে বিকল্প পন্থা হাতে নিয়েছে সরকার।

অর্থনীতি বাঁচিয়ে অধিক সংক্রমিত ‘রেড জোনগুলোতে’ কঠোর লকডাউন বাস্তবায়নে সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। এজন্য গোটা দেশ নয়, এলাকাভিত্তিক কঠোর লকডাউনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

গাইডলাইনে বলা হয়েছে, গত ১৪ দিনের মধ্যে ঢাকা শহরের কোনো এলাকায় যদি ৬০ জন করোনা শনাক্ত হয় তবে তা রেড জোন হিসেবে লকডাউন করা হবে। ঢাকার বাইরে যেকোনো জেলায় ১০ জন নিশ্চিত রোগী থাকলে রেড জোনে পরিণত হবে সেই এলাকা।

এসব বিষয় সুনির্দিষ্ট করে সংক্রমণ বিবেচনায় সারা দেশ তিনটি জোনের (লাল, হলুদ, সবুজ) আওতায় নিয়ে করোনা মহামারী নিয়ন্ত্রণে প্রয়োজনীয় নির্দেশনা চূড়ান্ত করেছে সরকার।

রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটের (আইইডিসিআর) তথ্যমতে, রাজধানীর প্রায় ৪৯টি এলাকায় ৬০ জনের বেশি করোনা রোগী রয়েছেন। সেই হিসেবে এই ৪৯ এলাকা শিগগির লকডাউন হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

পাঠকদের জন্য সেই সব এলাকা নিচে তুলে ধরা হল-

আদাবর, আগারগাঁও, আজিমপুর, বাবুবাজার, বাড্ডা, বনশ্রী, বনানী, বংশাল, বাসাবো, বসুন্ধরা, চকবাজার, ডেমরা, ধানমণ্ডি, ইস্কাটন, ফার্মগেট, গেণ্ডারিয়া, গ্রিনরোড, গুলশান, হাজারীবাগ, যাত্রাবাড়ী, জুরাইন, কল্যাণপুর, কলাবাগান, কাকরাইল, কামরাঙ্গীরচর, খিলগাঁও, লালবাগ, লালমাটিয়া, মালিবাগ, মিরপুর, মিরপুর-১, মিরপুর-১২, মগবাজার, মহাখালী, মোহাম্মদপুর, মতিঝিল, মুগদা, পল্টন, রাজারবাগ, রামপুরা, রমনা, শাজাহানপুর, শাহবাগ, শ্যামলী, শান্তিনগর, শেরেবাংলা নগর, তেজগাঁও, উত্তরা, ওয়ারী।

(দ্য রিপোর্ট/আরজেড/১৩জুন, ২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর