thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৪ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

নাসিমের জানাজা ও দাফন আজ

২০২০ জুন ১৪ ০৭:৩১:৩০
নাসিমের জানাজা ও দাফন আজ

দ্য রিপোর্ট প্রতিবেদক: সদ্য প্রয়াত সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিমকে আজ সকাল সাড়ে ১০টায় বনানী জামে মসজিদে জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হবে।

নাসিমের একান্ত ব্যক্তিগত সহকারী মীর মোশাররফ হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, মোহাম্মদ নাসিম শনিবার সকালে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী মোহাম্মদ নাসিম বিভিন্ন মেয়াদে বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, স্বরাষ্ট্র, গৃহায়ন ও গণপূর্ত এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী ও ৩ সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

(দ্য রিপোর্ট/আরজেড/১৪জুন, ২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর