thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

দুই রত্নের কারণে আমি সৌভাগ্যবান: সাকিব

২০২০ জুন ১৪ ০৮:৫৮:৩১
দুই রত্নের কারণে আমি সৌভাগ্যবান: সাকিব

দ্য রিপোর্ট ডেস্ক: টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানের দুই কন্যা- বড় মেয়ে আলায়না হাসান ও ছোট মেয়ে ইররাম হাসান। দুই মেয়েকে মূল্যবান রত্ন হিসেবে অভিহিত করলেন সাকিব। এজন্য নিজেকে পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি হিসেবে মনে করেন সাকিব।

তিনি বলেছেন, দুই মূল্যবান রত্নের কারণে আমি এখন পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে শনিবার দুই কন্যাকে একত্রে কোলে নেয়া ছবি পোস্ট করে সাকিব লিখেছেন, ‘এই দুই মূল্যবান রত্নের কারণে আমি এখন পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি। আমি আজকে যেমন, তা ওদেরই কল্যাণে।’

নিজের দ্বিতীয় সন্তানের আগমনের জন্য গত মার্চে যুক্তরাষ্ট্রে যান সাকিব। গত ২৪ এপ্রিল জন্মগ্রহণ করেন সাকিবের দ্বিতীয় কন্যা ইররাম। এরপর থেকে দু’কন্যাকে নিয়েই যুক্তরাষ্ট্রে সময় কাটাচ্ছেন তিনি। সাথে আছেন স্ত্রী উম্মে আহমেদ শিশির। পরিবারের সময়টা দারুণ কাটচ্ছে সাকিবের।

(দ্য রিপোর্ট/আরজেড/১৪জুন, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর