thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

হাসপাতালে চিকিৎসা ছাড়া মারা গেলে ফৌজদারি অপরাধ: হাইকোর্ট

২০২০ জুন ১৫ ১৪:৫৮:৫১
হাসপাতালে চিকিৎসা ছাড়া মারা গেলে ফৌজদারি অপরাধ: হাইকোর্ট

দ্য রিপোর্ট প্রতিবেদক: করোনাকালীন হাসপাতাল বা ক্লিনিকে আসা সাধারণ রোগীদের চিকিৎসা দিতে অবহেলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আদালত বলেছেন, কোনো হাসপাতালে চিকিৎসা ছাড়া হয়ে কেউ মারা গেলে তা হবে ফৌজদারি অপরাধ।

সোমবার (১৫ জুন) সাধারণ রোগীদের চিকিৎসা সংক্রান্ত রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি এম ইনায়েতুর রহিমের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

একইসঙ্গে গত ১১ মে দেশের সব হাসপাতাল ও ক্লিনিকে আসা রোগীদের ফেরত না পাঠিয়ে চিকিৎসা সেবা নিশ্চিত করতে স্বাস্থ্য অধিদপ্তর থেকে যে নির্দেশনা জারি করা হয়েছে তা বাস্তবায়নে কি পদক্ষেপ নেওয়া হয়েছে, তাও জানতে চেয়েছেন আদালত।

এর আগে করোনাকালীন হাসপাতাল-ক্লিনিকে আসা সাধারণ রোগীদের চিকিৎসা নিশ্চিত করতে সরকারি নির্দেশনার বাস্তবায়ন চেয়ে রিট দায়ের করা হয়। সুপ্রিম কোর্টের চার আইনজীবী অ্যাডভোকেট এএম জামিউল হক, মো. নাজমুল হুদা, মোহাম্মাদ মেহেদী হাসান এবং ব্যারিস্টার একেএম এহসানুর রহমান এ রিট দায়ের করেন।

একই বিষয়ে জাস্টিস ওয়াচ ফাউন্ডেশনের পক্ষ থেকে ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন আরেকটি রিট দায়ের করেন।

(দ্য রিপোর্ট/আরজেড/১৫জুন, ২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর