thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ মে 24, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১,  ১১ জিলকদ  1445

৯০ দিন পর বাংলাদেশ থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু

২০২০ জুন ১৬ ১৫:৩৩:৪৩
৯০ দিন পর বাংলাদেশ থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু

দ্য রিপোর্ট প্রতিবেদক: কোভিড-১৯ মহামারী পরিস্থিতিতে তিন মাস বন্ধ থাকার পর বাংলাদেশ থেকে আন্তর্জাতিক রুটে নিয়মিত ফ্লাইট চলাচল শুরু হয়েছে।

রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মঙ্গলবার প্রথম প্রহরে রাত ২টা ১০ মিনিটে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইট ৩৩ যাত্রী নিয়ে ঢাকায় আসে।

আর রাত ৩টা ১০ মিনিটে ঢাকা থেকে ২৭৪ যাত্রী নিয়ে দোহার উদ্দেশ্যে ছেড়ে যায় কাতার এয়ারওয়েজের বিমান।

এ তথ্য জানিয়েছেন শাহজালাল বিমানবন্দরের পরিচালক এএইচএম তৌহিদ-উল আহসান। তিনি জানান, কাতার এয়ারওয়েজ আপাতত সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনা করবে। ২১ জুন থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনস লন্ডন রুটে ফ্লাইট চালু করবে।

করোনাভাইরাসের প্রাদুর্ভাব বাড়তে থাকায় ১৬ মার্চ থেকে যুক্তরাজ্য ছাড়া ইউরোপের অন্য সব দেশের সঙ্গে বাংলাদেশের নিয়মিত ফ্লাইট চলাচল বন্ধ হয়ে যায়। পরে অন্যান্য দেশের সঙ্গেও ফ্লাইট বন্ধ রাখা হয়। এমনকি অভ্যন্তরীণ ফ্লাইটও বন্ধ রাখা হয় কিছু দিন।

অবশেষে আন্তর্জাতিক রুটে নিয়মিত যাত্রীবাহী ফ্লাইট চলাচল শুরু হলেও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) বেঁধে দেয়া স্বাস্থ্য সুরক্ষার নিয়ম মেনেই কাজ চালাতে হবে এয়ারলাইনসগুলোকে।

(দ্য রিপোর্ট/আরজেড/১৬জুন, ২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর