thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ মে 24, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১,  ১১ জিলকদ  1445

ডা. জাফরুল্লাহর অবস্থার আরো অবনতি

২০২০ জুন ১৬ ২০:১০:৫৭
ডা. জাফরুল্লাহর অবস্থার আরো অবনতি

দ্য রিপোর্ট প্রতিবেদক: করোনায় আক্রান্ত গণস্বাস্থ্য কেন্দ্রের অন্যতম ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার ফুসফুসে সংক্রমণ ছড়িয়ে পরেছে। একজন করোনা রোগীর জন্য যা সবচেয়ে ক্ষতিকর বিষয়।

উল্লেখ্য, ডা. জাফরুল্লাহ কিডনী রোগী। তিনি তিনটি ডায়ালাইসিস নেন। গত ২৫ মে করোনাভাইরাসে আক্রান্ত হন। প্রথমে বাসায় চিকিৎসা নিয়েছিলেন। পরিস্থিতির অবনতি হলে তিনি গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি হন। তার অবস্থার উন্নতি হতে থাকে।

১৩ জুন সকালে গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত কিটে পরীক্ষা করে তার করোনা নেগেটিভ পাওয়া গেছে। ১৪ তারিখ হাসপাতাল থেকে একরকম পালিয়ে জানাযায় যোগ দেন। এই সময় তিনি ব্যাপকভাবে প্রশংসিত এবং আলোচিত হন। এদিকে গতকাল (সোমবার) পিসিআর ল্যাবের পরীক্ষায়ও তার করোনা নেগেটিভ এসেছে। কিন্তু এখন ফের অসুস্থ হলেন। জানাযা থেকে ফিরে আসার পর তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। আজ সন্ধ্যায় চিকিৎসকরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থার আরো অবনতি হয়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/১৬জুন, ২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর