thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১,  ২৭ জমাদিউল আউয়াল 1446

সীমান্তে সংঘর্ষে গুলি নয়, ব্যবহৃত হয়েছে রড-লাঠি: ভারত

২০২০ জুন ১৭ ০৯:৪০:১৩
সীমান্তে সংঘর্ষে গুলি নয়, ব্যবহৃত হয়েছে রড-লাঠি: ভারত

দ্য রিপোর্ট ডেস্ক: লাদাখে ভারত-চীন সেনাদের সংঘর্ষে ৬০ জনের বেশি হতাহত হয়েছে বলে দাবি করেছে ভারত। এর মধ্যে ভারতেরই ২০ জনের বেশি সেনা নিহত হয়েছেন। তবে ওই সংঘর্ষে দুই পক্ষের কেউ আগ্নেয়াস্ত্র ব্যবহার করেনি বলে দাবি করেছে ভারত।

সেনাবাহিনীর সূত্র দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম বলছে, সোমবার রাতে সীমান্তে টহলদারির সময় দুই দেশের সেনার মধ্যে যে মুখোমুখি সংঘাত হয়েছে তাতে গুলি চলেনি। ওই সংঘাতে দুই পক্ষই লোহার রড, লাঠি এবং পাথর ব্যবহার করেছে।

ভারতীয় সূত্রের দাবি, আগে চীনের সেনারাই হামলা করেছে। তারাই প্রথমে রড ও পাথর দিয়ে কর্নেলকে আঘাত করেছে। তারপর ভারতের সেনারাও সংঘর্ষে জড়িয়ে পড়ে। তবে ভারতের এমন দাবির বিষয়ে মুখ খোলেনি চীন।

সোমবার রাতে কয়েক দফা সংঘর্ষের পর দুই দেশের সেনা অফিসারদের হস্তক্ষেপে এই সংঘর্ষ থামে।

(দ্য রিপোর্ট/আরজেড/১৭জুন, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর