thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১,  ২৪ জমাদিউস সানি 1446

শেয়ারবাজারে লেনদেন সূচিতে পরিবর্তন

২০২০ জুন ১৭ ১৯:৩০:০৪
শেয়ারবাজারে লেনদেন সূচিতে পরিবর্তন

দ্য রিপোর্ট প্রতিবেদক: বৃহস্পতিবার থেকে শেয়ারবাজারে নতুন সময়সূচি অনুযায়ী লেনদেন হবে। পরিবর্তিত সূচি অনুযায়ী, বৃহস্পতিবার দুই বাজারেই সাড়ে ১০টার পরিবর্তে সকাল ১০টায় লেনদেন শুরু হবে। আর লেনদেন শেষ হবে দুপুর ১টায়। এই সময়সূচি পরবর্তী নির্দেশ আসা পর্যন্ত অব্যাহত থাকবে।

প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

বাংলাদেশে ব্যাংকের নির্দেশনার প্রেক্ষিতে ব্যাংকিং সেবার সময় পরিবর্তনের কারণে আজ বুধবার ডিএসই ও সিএসই কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, পুঁজিবাজারের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। একইসঙ্গে বিনিয়োগকারীদের মোবাইল ও অনলাইনের মাধ্যমে লেনদেন করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে।

(দ্য রিপোর্ট/আরজেড/১৭জুন, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর