thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

সুশান্তের মৃত্যুতে ওয়াটসনের হৃদয় ছোঁয়া স্ট্যাটাস

২০২০ জুন ১৭ ২০:০৯:৩৮
সুশান্তের মৃত্যুতে ওয়াটসনের হৃদয় ছোঁয়া স্ট্যাটাস

দ্য রিপোর্ট ডেস্ক: মাহেন্দ্র সিং ধোনির বায়োপিকে অভিনেতা সুশান্ত সিং রাজপুতকে খ্যাতির শিখরে পৌঁছে দেয়। সুশান্তের মৃত্যুর পরে সেই ‘এমএস ধোনি- দ্য আনটোল্ড স্টোরি’ স্মরণ করেই টুইট করলেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার শেন ওয়াটসন। ধোনির বায়োপিকে সুশান্তের অভিনয় দেখে তিনি মুগ্ধ হয়েছিলেন।

টুইটারে শেন ওয়াটসন লিখলেন, ‘সুশান্ত সিং রাজপুতের পরিণতি নিয়ে চিন্তাটা কিছুতেই মাথা থেকে বেরচ্ছে না৷ খুবই বেদনাদায়ক। আনটোল্ড স্টোরি দেখতে দেখতে আমি গুলিয়ে ফেলছিলাম মাঝে মাঝে, এটা সুশান্ত না এমএসডি ধোনি। কী অসাধারণ অভিনয়!’

ধোনির বায়োপিকে অভিনয়ের জন্য সাবেক ভারতীয় উইকেট-কিপার কিরণ মোরে ও ধোনির ছেলেবেলার কোচ কেশব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ওভারটাইম কাজ করতেন। ধোনির হেলিকপ্টার শট রপ্ত করতে রোববার ছুটির দিনেও ঘণ্টার পর ঘণ্টা অনুশীলন করতেন সুশান্ত।

কেশব বন্দ্যোপাধ্যায়ের কথায়, ‘আমার মনে আছে, ও রাঁচিতে এসেছিল। আমাদের মধ্যে দীর্ঘক্ষণ কথা হয়। মাহির বন্ধুরাও ছিল। ও সব সময় আমাকে বলত, দাদা ধোনি কা হেলিকপ্টার শট শিখা দো না।’

(দ্য রিপোর্ট/আরজেড/১৭জুন, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর