thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ মে 24, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১,  ১১ জিলকদ  1445

কামাল লোহানীর মৃত্যুতে স্পিকার-মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শোক

২০২০ জুন ২০ ১৫:০৬:২০
কামাল লোহানীর মৃত্যুতে স্পিকার-মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শোক

দ্য রিপোর্ট প্রতিবেদক: একুশে পদকপ্রাপ্ত ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা প্রবীণ সাংবাদিক কামাল লোহানীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী।

শনিবার (২০ জুন) পৃথক শোকবার্তায় তার রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান তারা।

শোকবার্তায় সংসদ উপনতা বলেন, ‘কামাল লোহানীর মৃত্যুতে আমাদের সাংস্কৃতিক অঙ্গণে বিরাট শূন্যতা সৃষ্টি হলো।’

এছাড়া, কামাল লোহানীর মৃত্যুতে ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া এমপি এবং চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী শোক ও দুঃখ প্রকাশ করেছেন। শোক প্রকাশ করেছেন মন্ত্রিসভার সদস্যরাও, মন্ত্রিসভার মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা।

পৃথক পৃথক বাণীতে তারা কামাল লোহানীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তারা তার আত্মার মাগফিতার কামনা করেছেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২০ জুন) সকাল সাড়ে ১০টার দিকে কামাল লোহানী মারা যান। করোনায় আক্রান্ত হয়ে তিনি গত কয়েকদিন ধরে হাসাপাতালে ভর্তি ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।

(দ্য রিপোর্ট/আরজেড/২০জুন, ২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর