thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

তামিম ইকবালের মা’সহ পরিবারের ৪ সদস্য করোনা আক্রান্ত

২০২০ জুন ২১ ১০:১২:৩৯
তামিম ইকবালের মা’সহ পরিবারের ৪ সদস্য করোনা আক্রান্ত

দ্য রিপোর্ট প্রতিবেদক: বাংলাদেশ ওয়ানডে জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক তামিম ইকবালের মা ও বড়ভাইসহ পরিবারের ৪ জন সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

শনিবার (২০ জুন) প্রথমে তামিম ইকবালের বড় ভাই সাবেক জাতীয় দলের ক্রিকেটার নাফিস ইকবাল আক্রান্ত খবর জানা গেলেও রাতে জানা যায়, তামিম ইকবালের মা এবং নাফিস ইকবালের স্ত্রী সন্তানেরও করোনা পজিটিভ পাওয়া গেছে।

নাফিস ইকবালের পারিবারিক সূত্র এসব তথ্য নিশ্চিত করেছেন। নিজে করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি নাফিস ইকবাল নিশ্চিত করেছিলেন শনিবার দুপুরে।

চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়ির বাসভবনে অবস্থান করছেন তামিম ইকবালের পুরো পরিবার। যৌথ পরিবারে বসবাসকারী তামিম ইকবালের মাসহ ৪ জনের করোনা পজিটিভ পাওয়া গেলেও তারা সবাই সুস্থ রয়েছেন। তাদের কোন উল্লেখযোগ্য উপসর্গ নেই বলে জানা গেছে।

পারিবারিক চিকিৎসকের তত্ত্বাবধানে তারা বাসাতেই আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

(দ্য রিপোর্ট/আরজেড/২১জুন, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর