thereport24.com
ঢাকা, রবিবার, ১৬ মার্চ 25, ২ চৈত্র ১৪৩১,  ১৬ রমজান 1446

করোনায় আরেক চিকিৎসকের মৃত্যু, স্ত্রী আইসিইউতে

২০২০ জুন ২১ ২০:১১:২৩
করোনায় আরেক চিকিৎসকের মৃত্যু, স্ত্রী আইসিইউতে

দ্য রিপোর্ট প্রতিবেদক: দেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্তের পাশাপাশি দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। করোনাকালের সম্মুখযোদ্ধা চিকিৎসকরাও প্রতিনিয়ত করোনার কাছে আত্মসমর্পণ করে মৃত্যুর কোলে ঢলে পড়ছেন। এবার সেই তালিকায় যুক্ত হয়েছেন আরেকজন বরেণ্য চিকিৎসক।

রাজধানীর ইমপালস হাসপাতালের জেনারেল সার্জন ডা. বজলুর রহমান করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। তার বয়স হয়েছিল ৬৭ বছর।

শনিবার (২০ জুন) রাত সাড়ে ১০টায় ইমপালস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। গত দুই সপ্তাহ আগে করোনার উপসর্গ নিয়ে ইমপালস হাসপাতালে ভর্তি হন ডা. বজলুর রহমান। গত রাতে তিনি মারা যান। করোনাভাইরাসে ডা. বজলুর রহমানের স্ত্রী সেতারা রহমানও আক্রান্ত হয়ে একই হাসপাতালে চিকিৎসাধীন। তিনি আইসিইউতে জীবন মৃত্যুর সঙ্গে লড়ছেন।

ডা. বজলুর রহমানের ছেলে ডা. শহীদুল্লাহ ফয়সাল জানান, ঢাকায় তার প্রথম জানাজা শেষে গ্রামের বাড়ি গাইবান্ধায় দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

(দ্য রিপোর্ট/আরজেড/২১জুন, ২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর